শনিবার বিকালে সংঘর্ষ বিরতির ঘোষণা, শনিবার রাতেই পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে বলে খবর আসে। গত কয়েক দি🐈নের যুদ্ধ পরিস্থিতি প্রশমিতﷺ হল বলে মনে করা হচ্ছিল। তবে চুক্তি উপেক্ষা করে পাকিস্তান ফের হামলা চালানোর অভিযোগ ওঠার ক্ষোভ উগরে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ-যুজবেন্দ্র চাহালের মতো তারকা ক্রিকেটাররা।
পাকিস্তানের পিছন থেকে ছুরি মারতে চাওয়ার প্রবণতা নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান চাহ🌠ালরা। এক্ষেত্রে সেহওয়াগ ও চাহাল একটিই বাক্য প্রয়োগ করেন। সোশ্যাল মিডিয়ার সেই প্রতিক্রিয়ায় সেহওয়াগদের ক্ষোভটাই বেরিয়ে আসে।
যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রাম𒅌 স্টোরিতে লেখেন, 'কুকুরের লেজ, চিরকাল ব♑াঁকাই থাকবে। বীরেন্দ্র সেহওয়াগও টুইটারে হুবহু একই বাক্য প্রয়োগ করেন। সোশ্যাল মিডিয়ায় একই কথা লেখেন রাহুল তেওয়াটিয়াও।
আরও পড়ুন:- IPL 2025 স্থগিত, রবিবারই ফাইনালে নামছে ভারতের মেয়েরা, মে মাসে কোন কোন বড় খেলা🍷 রয়েছে?
উল্লেখ🧸্য, শনিবার বিকাল ৫টায় সংঘর্ষ বিরতির কথা জানানো হয় সরকারি তরফে। তবে রাতে শ্রীনগরে ক্রমাগত বিস্ফোরণের শব্দ শোনা যায়। একাধিক জায়গায় পাকিস্তানের ড্রোন হামলার প্রচেষ্টা ভারতীয় সেনা ব্যর্থ করেছেন বলেও খবর।
উল্লেখ্য, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জন্যই বৃহস্পতিবারের পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। ধরমশালা স্টেডিয়ামে ব্ল্যাক-আউট জারি হওয়ার পরেই খালি করে দেওয়া হয় গ্যালারি। পরে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড প𓂃রিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ধারা⭕ভাষ্যকার, ব্রডকাস্টারদের কর্মী-সহ সকলকে বিশেষ ট্রেনে ধরমশালা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
শনিবার সংঘর্ষ বিরতির কথা সামনে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলে বিসিসিআই। তড়িঘড়ি আইপিএল ২🔯০২৫-এর বাকি ম্যাচগুলি শেষ করার তোড়জোড় শুরু হয়ে যায়। আগামী সপ্তাহেই টুর্নামেন্ট পুনরায় শুরু করা হতে পারে বলে খবর শোনা যায়। তবে শনিবার রাতে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর মেলায় ধীরে চলো নীতি অবলম্বন করতে পারে বিসিসিআই।
এদিকে আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের বেশিরভাগই ইতিমধ্যেই নিজেদের দেশে ফিরেছেন। তাই তড়িঘড়ি তাদের ভারতে ফিরিয়ে টু𝓡র্নামেন্ট শুরু করাও চ্যালেঞ্জের। বর্তমান পরিস্থিতিতে আদৌ এক সপ্তাহ পরে পুনরায় টুর্নামেন্ট শুরু করা যায় কিনা, সেটাই হবে দেখার।