বোলার নইম হাসামের থ্রো সরাসরি ব্যাটার নিক কেলির মাথায় আঘাত করায় মুহূর্তের জন্য ক্রিকেটপ্রেমীদের শিরদাঁড়া হিম হয়ে যায়। বিশেষ করে নিউজিল্যান্ডের ব্যাটার মাঠে লুটিয়ে পড়ায় দুশ্চিন্তায় দেখায় প্রতিপক্ষ বাংলাদেশের ক্রিকেটারদেরও। যদিও শেষমেশ কোনও বিপদ 🅰ঘটেনি।
হেলমেটে বল ছুঁড়েও কেলিকে থামানো যায়নি। কিউয়ি তারকা দুরন্ত শতরানে নিউজিল্যান্ড-এ দলকে লড়াই করার রসদ এনে দেন। যদিও চোট পাওয়ার পরের মুহূর্তেই বোলার নইমের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ দেখায় ব্যাটার কেলিকে। তাঁকে গ্লাভস🐲 ছুঁড়ে ফেলে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়। বাংলাদেশ ক্যাপ্টেন নুরুল হাসান অবশ্য ব্যাটার কেলির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে কুণ্ঠাবোধ করেননি।
সিলেটে নিউজিল্যান্ড-এ দলের বিরুদ্ধে সিরিজ💎ের প্রথম বেসরকারি টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-এ দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নাম🦋ে নিউজিল্যান্ড। তারা প্রথম ইনিংসে ৭৫.২ ওভার ব্যাট করে ২৫৬ রান তোলে। উইকেটকিপার মিচেল হে ৮১ ও ডিন ফক্সক্রফট ৪৭ রান করেন। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৬টি ও এনামুল হক ৩টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ-এ দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৮ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৬৯.৩ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১২ রানের লিড নেয় বাংলাদেশ। ১০৭ রান করেন ক্যাপ্টেন নুরুল হাসান। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জোশ ক্লার্কসন ৪টি ও ক্রিশ্চিয়ান ক্লার্ক ✤৩টি উইকেট দখল করেন।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে বোলার নইমের থ্রোয়ে মাথায় চোট পান নিউজিল্যান্ডের ব্যাটার 🥂নিক কেলি। ইনিংসের ৩৭.৩ ওভারে নইমের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ড্রাইভ শট খেলেন কেলি। বল চলে যায় সরাসরি বোলার নইমের হাতেই। কেলি ক্রিজের বাইরে ছিলেন দেখে বোলার তৎক্ষণাৎ স্টাম্পে বল ছোঁড়েন। কেলি পিছনে ঘুরে রান-আউট হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন।
শেষমেশ নইমের ছোঁড়া বল গিয়ে লাগে কেলির হেলমেটের পিছন দিকে। কিউয়ি তারকা তখন ব্যক্তিগত ৭৪ রানে ব্যাট করছিলেন। কেলি গুরুতর চোট পাননি। তিনি ফিজিওর শুশ্রুষা নেওয়ার পরে পুনরায় ব্যাটিং শুরু করেন এবং ব🎀্যক্তিগত শতরান পূর্ণ করেন।
তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২১৬ রান তুলেছে। অর্থাৎ, প্রথম ইনিংসের খামতি বাদ দꦅিয়ে ২০💙৪ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড-এ দল। কেলি ১১৭ রানে নট-আউট থাকেন। ৫৮ রান করেন ক্যাপ্টেন জো কার্টার।