রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পরই বারবার একই প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। মাত্র ২৬ বছর বয়সে কি সত্যিই শুভমন গিল টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন্সি করার যোগ্য? গিলের পারফরমেন্স কিন্তু সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের ধারে কাছে আসে না, তাঁরা যখন টেস্টে অধিনায়কত্ব পেয়েছিলেন। ফলে সেদিক থেকে গিলকে ক্যাপ্টেন করাꦚ হলে ভারতীয় বোর্ডের নির্বাচকরা কোনও ভুল করবে না তো? বিশেষ করে দলে যখন জসপ্রীত বুমরাহ-র মতো স্টার পারফর্মাররা রয়েছে।
বুমরাহকে অধিনায়ক চাইছেন জাফর
এবার ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর সরাসরি গিলকে অধিনায়ক করার বিরোধিতা করলেন। তিনি বলছেন, ‘বুমরাহ যদি অধিনায়কত্ব করতে অস্বীকার না করে, তাহলে তো ওকেই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। এখানে আর কোনও দ্বিমতের জায়গা নেই। সেক্ষেত্রে গিলকে সহ অধিনায়ক করা উচিত, যখনই বুমরাহ বিশ্রাম নেবে কোনও টেস্টে, তখন গিলের অধিনায়কত্ব করা উচিত। তাহলে গিলও অধিনায়ক হিসেবে নিজে অনেকটা পরিণত হতে পারবেন আর কোনও চাপও তার ওপর থাকবে না পূর্ণ সময়ের অধিনায়ক হও𒅌য়ার জন্য ’।
বুমরাহ-র ফিটনেসই চিন্তার কারণ
রিপোর্ট অনুযায়ী, বুমরাহ-র ফিটনেস তাঁর টেস্ট অধিনায়ক হওয়ার পথে সবচেয়ে বড় বাধার কারণ। এই মুহূর্তে ভারতের পেস অ্যাটাকের প্রধান ভরসা বুমরাহ এই ফরম্যাটে দলের সহ অধিনায়কও। র𝔍োহিতের অনুপস্থিতিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টে তিনি ভারতকে নেতৃত্বও দিয়েছেন। অস্🐻ট্রেলিয়া যে টেস্টটি গত সিরিজে ভারত জিতেছে, সেটাও এসেছিল বুমরাহর ক্যাপ্টেন্সিতেই, তাও গিলের অনুপস্থিতিতে।
পরপর চোটে ভুগেছেন বুমরাহ
PTI-এর একটি রিপোর্ট অনুযায়ী, বুমরাহকে টেস্ট দলের অধিনায়ক নির্বাচন করা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু সিডনিতে শেষ টেস্টে চোট পাওয়ার কারণে নির্বাচকদের নতুন করে ভাবতে হয়েছে তাঁকে নিয়ে। বছর খানেক আগে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি প্রায় এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন। এরপর তিনি তিন ফর্ম্যাটেই প্রত্যাবর্তন করেন এবং সফলও হন। টি২০ বিশ্বকাপ জয়ের ๊পাশাপাশি ওডিআই বিশ্বকাপেও দলকে ফাই♋নালে তোলেন। অস্ট্রেলিয়ায় গিয়ে দুর্ধর্ষ বোলিংয়ের পর পঞ্চম টেস্টের সময় চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান । এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিও আর খেলতে পারেননি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে আর পুরো পাঁচ ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
জানা গেছে, গম্ভীর নাকি এমন কাউকে অধিনায়ক চান যিনি ফিট। আর প্রথম একাদশের অপরিহার্য অঙ্গ, সেটা বুমরাহর পর নিঃসন্দেহে গিল। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও ফিট অধিনায়কও চান, আর তাতেই বুমরাহর ক্যাপ্টেন হওয়ার পথ সংকুচিত হয়েছে এবং গিলের পথ প্রশস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও ওয়াসিম জাফরের দেওয়া পরামর্শটি খারাপ নয়, যে ইংল্যান্ডে বুমরাহ যে টেস্টে খেলবেন না, 💎সেই টেস্টে গিলকে ক্যাপ্টেন্সি দিয়🅺ে দেখে নেওয়া হোক।