২৪ বছর বয়সি পৃথ্বী শ, যিনি সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মুম্বই প্রিমিয়ার লিগে খেলতে নামার আগে বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘একটা বিরতি দরকার।’
Prithvi Shaw's cryptic message: আইপিএল ২০২৫-এর দ্বিতীয় পর্ব শুরুর আগেই রহস্যজনক পোস্ট করে আলোচনার শীর্ষে উঠলেন পৃথ্বী শ। ভারতীয় ব্যাটার পৃথ্বী শ আবারও নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন। আইপিএল ২০২৫ পুনরায় শুরু হওয়ার মাত্র ক’দিন আগে, তিনি নিজের ইনস্টাগ্রামে একটি রহস্যজনক পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি নিজের বিরতি নেওয়ার কথা বলেছেন।
২৪ বছর বয়সি পৃথ্বী শ, যিনি সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মুম্বই প্রিমিয়ার লিগে খেলতে নামার আগে বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘একটা বিরতি দরকার।’
পৃথ্বী শ-র রহস্যজনক বার্তা (ছবি- ইনস্টাগ্রাম)
গত কয়েক বছরে স্ট্রোকপ্লের চেয়ে দুর্বল ফর্ম, ফিটনেস সমস্যা এবং মাঠের বাইরের বিতর্ক নিয়েই বেশি আলোচনায় ছিলেন টিম ইন্ডিয়ার এক সময়ের প্রতিভাবান ক্রিকেটার পৃথ্বী শ। এক সময় যাকে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে ধরা হত, তার কেরিয়ার এখন ক্রমাগত অবনতির দিকে চলে যাচ্ছে।
চলতি বছর শুরুতে তাঁকে মুম্বইয়ের ঘরোয়া দল থেকেও বাদ দেওয়া হয় এবং তিনি আইপিএল ২০২৫-এর মেগা নিলামে কোনও দল পাননি। আসলে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর ভরসা দেখায়নি এবং নিলামে তাঁর নাম ডাকেনি। অথচ দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি ৭৯ ম্যাচে ১৮৯২ রান করেছেন, স্ট্রাইক রেট ছিল ১৪৭.৪৬। এর মাঝেই বারবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী শ।
এই পোস্টটি এসেছে এমন এক সময়ে, যখন ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আইপিএল আবার শুরু হচ্ছে। ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ফলে পৃথ্বীর এই পোস্ট অনেকের মনেই প্রশ্ন তুলেছে— তিনি কি মানসিকভাবে ভেঙে পড়েছেন, না কি বড় কোনও সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছেন?
পৃথ্বী শয়ের প্রাক্তন মুম্বই সতীর্থ ও বর্তমান পঞ্জাব কিংস ব্যাটার শশাঙ্ক সিং সম্প্রতি একটি পডকাস্টে বলেন, ‘পৃথ্বী শ অনেকটাই অবমূল্যায়িত। ও যদি নিজের বেসিকসে ফিরে যেতে পারে, তাহলে যে কোনও কিছু অর্জন করতে পারে। হয়তো ওর ১১টার বদলে রাত ১০টায় ঘুমাতে যাওয়া উচিত, ডায়েট ঠিক করা উচিত। যদি ও এগুলো মেনে চলতে পারে, তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ হবে।’
এদিকে পৃথ্বী শ এবার মুম্বই প্রিমিয়ার লিগের আইকন প্লেয়ার হিসাবে ফিরতে চলেছেন। টুর্নামেন্টের আট দলের চূড়ান্ত করা আটজন আইকন ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুর, শিবম দুবে, তুষার দেশপাণ্ডে, পৃথ্বী শ এবং তনুষ কোটিয়ান। পৃথ্বী শ হলেন নর্থ মুম্বই প্যান্থার্সের আইকন খেলোয়াড়। টি-টোয়েন্টি মুম্বই লিগ ২০২৫ ছয় বছর পর আবার ফিরে আসছে এবং ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে IPL 2025 পিছিয়ে যাওয়ার কারণে এই টুর্নামেন্টের ভবিষ্যত কী তার দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। এর মাঝেই পৃথ্বী শ-এর এই পোস্ট জল্পনা বাড়িয়েছে।