একা কুম্ভ হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন রজত পতিদার। ফাইনালে যখন দলের বাকি ব্যাটাররা কার্যত দাগ কাটতে পারেননি, তখন ৪০ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন মধ্যপ্রদেশের অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা। ‘ঘরের মাঠ’ বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ছ'টি ছক্কা হাঁকান। মারেন ছ'টি চারও। স্ট্রাইক রেট ছিল ২০২.৫। আর তাঁর সুবাদেই নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৪ রান তুলেছে মধ্যপ্রদেশে। আর তারইমধ্যে বেঙ্কটেশ আইয়ারকে যেভাবে আউট দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃতীয় আম্পায়ার ভুল করেছেন কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বেঙ্কটেশের বিতর্কিত আউটের সিদ্ধান্ত
১৩ তম ওভারের শুরুতেই অফস্টাম্পর বাইরে শর্ট বলের মুখে পড়েন বেঙ্কটেশ। শূন্যে ঝাঁপিয়ে কাট শট মারেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা ধরেন অজিঙ্কা রাহানে। যদিও সেটা ক্যাচ হয়েছে, তা নিয়ে নিশ্চিত ছিলেন না মুম্বইয়ের তারকা। তিনি আম্পায়ারকে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেন। সেই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান অনফিল্ড আম্পায়ার।
খালি চোখে মনে হচ্ছিল যে রাহানের হাতে যাওয়ার আগে বলটা মাটিতে ঠেকে গিয়েছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দেন। কয়েকটি অ্যাঙ্গেল খতিয়ে দেখেন। তারপর জানান যে এমন কোনও দিক পাচ্ছেন না, যেখান থেকে মনে হবে যে বলটা মাটিতে ঠেকে গিয়েছে। আর তারপর জায়ান্ট স্ক্রিনে ‘আউট’ দেখানো হয়।
সেই সিদ্ধান্তে দৃশ্যতই বিরক্ত হন মধ্যপ্রদেশ তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। বিরক্তিপ্রকাশ করতে-করতেই মাঠ ছাড়েন। ধারাভাষ্যকাররাও বলতে থাকেন যে কোনও সন্দেহ থাকলে ‘বেনিফিট অফ ডাউট’ যাওয়া উচিত ব্যাটারের পক্ষে। সেটা না হওয়ায় তাঁরা কিছুটা অবাকও হন।
আরও পড়ুন: SMAT 2024 Final: দেখেছেন কি শ্রেয়স আইয়ারের ‘নো লুক টস’! ভাইরাল মুম্বই ক্যাপ্টেনের ‘SWAG’-এর ভিডিয়ো
বেঙ্কটেশের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল
বিশেষত বেঙ্কটেশের উইকেটটা সেইসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ রবিবার বেঙ্গালুরুতে টসে জিতে মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে শুরুটা একেবারে জঘন্য করে মধ্যপ্রদেশ। দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট হারিয়ে ফেলে। তারপর নয় ওভারের শেষে মধ্যপ্রদেশের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৫৪ রান।
আরও পড়ুন: India beats Pakistan: পাকিস্তানকে হারাতে ৪৭ বল লাগল ভারতের! ‘বুমরাহ’-কে সামলেই জিতল যুব এশিয়া কাপে