১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরলেন বিরাট কোহলি, উৎসবে পরিণত হল দিল্লি। প্রায় ১২ বছরের বেশি সময় পর রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তার ফেরার কারণে দিল্লির আগামী ম্যাচ, যা ৩০ জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে, রীতিমতো উৎসবে পরিণত হয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কোহলির আগমনের পরে ক্রিকেটপ্রেমীরা এই মহাতারকাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই উৎসবেরই এক ছোট্ট অংশ ছিল কবির নামের এক শিশু।
‘আঙ্কল কোহলি’র সঙ্গে দেখা করলেন কবির-
লাল জ্যাকেট ও কালো প্যান্ট পরা, চতুর্থ শ্রেণির ছাত্র কবির মুগ্ধ হয়ে দেখছিলেন বিরাট কোহলির ওয়ার্ম-আপ। তার একটাই স্বপ্ন ছিল, সেটা হল কোহলির সঙ্গে একবার দেখা করা। তার এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় যখন কোহলি প্রথমবারের মতো নেটে ব্যাটিং করতে যান।
আরও পড়ুন… T20 World Cup 2024 জয়টা সবার আগে থাকবে: Sir Garfield Sobers Award জিতে মনের কথা বললেন বুমরাহ
তবে কিছুটা কৃতিত্ব কবিরকে তার বাবা শাভেজকে দিতেই হবে। আসলে শাভেজ, কোহলির বয়সভিত্তিক ক্রিকেটের সতীর্থ ছিলেন। এই কারণে, কোহলির কাছে পৌঁছানো এবং কথা বলার সুযোগ পাওয়াটা কবিরের জন্য সম্ভব হয়েছে। কোহলি অনুশীলন থামিয়ে কবিরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং তার হাতে থাকা ‘আঙ্কল কোহলি’ পোস্টারে স্বাক্ষর করেন।
আরও পড়ুন… IND vs ENG 3rd T20I: দ্বিতীয়বার ৫ উইকেট শিকার! ভুবনেশ্বর-কুলদীপের এলিট ক্লাবে বরুণ চক্রবর্তী
এছাড়াও, কবির তার বাবার সঙ্গে কোহলির একটি ছবি তোলেন। দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সি কোহলি ৩০ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে খেলবেন। তিনি সর্বশেষ ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে রঞ্জি ট্রফি খেলেছিলেন। মঙ্গলবার সকাল ৯টায় তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছান এবং দিল্লি দলের সঙ্গে ওয়ার্ম-আপ সেশন করার পরে ফুটবল খেলেন।
ফর্মের চ্যালেঞ্জ মোকাবিলা করলেও দিল্লির নতুন সতীর্থদের সঙ্গে বেশ ভালো মেজাজেই অনুশীলন করলেন বিরাট কোহলি। অনেকেই প্রথমবারের মতো কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছিলেন। যা তাদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। দিল্লির প্রধান কোচ শরণদীপ সিং অনুশীলন পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন… ভিডিয়ো: সঞ্জুর মধ্যে যেন ধোনির ছোঁয়া! বাটলারকে সাজঘরে ফেরাল স্যামসনের বুদ্ধি