এই বছর কান চলচ্চিত্র উৎসবে জ্যাকলিন ফার্নান্দেজ এক প্রকার ঝড় তুলেছিলেন। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের অ্যাশোসিয়েশনে সিনেমায় নারীদের ভূমিকার জন্য সম্মাননা প্রদান করা হয়েছিল, জ্যাকলিনও সেই সম্মানেಌ ভূষিত হয়েছিলেন। সেখানেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সা✤ক্ষাৎকারে অভিনেত্রী প্রথমবারের জন্য তাঁর মা কিম ফার্নান্দেজের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন। তাঁর মা ৫ এপ্রিল মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান, নায়িকার টিম এই খবর নিশ্চিত করেছিল।
আরও পড়ুন: মেগার কাজ নিয়ে প্রবল ব্যস🦄্ত দেবাদৃতা! কিন্তু ছেলেবে🥃লায় গরমের ছুটি কেমন কাটত মিঝিঝোরার ‘নীলু’র?
জ্যাকলিন যা বলেন
মায়ের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে জ্যাকলিন বলেন, ‘আমি ভ🥀াগ্যবান যে শেষ কয়েক মাস আমি তাঁর সঙ্গে কাটাতে পেরেছি। সবসময় মনে হয়, আমি যদি আরও কিছু করতাম। আমি আরও কী করতে পারতাম? এটা মেনে নিতে আসলে অনেক সময়টা লাগছে। আমার মনে হয় না আমি এটা মেনে নিতে পেরেছ🐲ি এখনও।’আরও পড়ুন: সকাল সকাল দুঃসংব🌠াদ, প্রিয়জনকে হ♍ারালেন মধুবনী! 'হয়তো আবার দেখা হবে…' বললেন নায়িকা
তিনি আরও বলেন, ‘আমি এটাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে তিনি কী চাইতেন... তিনি সব সময় আমার সবচেয়ে বড় চিয়ারলিডার ছিলেন। আমি খুব সাধারণ পরিবার থেকে এসেছি, যেখান থেকে কেউ অভিনয়ে আসবে তা ভাবাও ছিল অযৌক্তিক। আমি ওঁদের বলতে খুব ভয় পেতাম যে, অভিনয়ই আমার আসল ইচ্ছা। ছোটবেলা থেকেই আমি সত্যিই এটা করতে চেয়েছিলাম। আমি ওঁদের প্রায় ১৮-১৯ বছর বয়সে বলেছিলাম যে, আমি অভিনয় জগতে আসতে চাই। তখন এটা শুনে ওঁদের মধ্যে কোনও দ্বিধা ছিল না, আর পরেও কখনও হয়নি। ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে আমরা যা-ই করি না কেন, সেটার প্🅺রভাব আমাদের বাবা-মায়েদের উপরও পড়ে। আমার যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগত তা হল, আমার বাবা-মা সব কিছুতেই আমার পাশে থেকেছেন। আমার মা সব সময় আমাকে নিয়ে গর্ববোধ করতেন। তিনি কেবল চাইতেন আমি যেন চেষ্টা চালিয়ে যাই।’