ভারতে বসে আরামে ব্যবসা করে যাচ্ছে আমাজন, ফ্লিপকার্♐টের মতো সংস্থাগুলি। কিন্তু তাদের সাইটেই জ্বলজ্বল করছে পাক পতাকা, পতাকা আঁকা জার্সির মতো নানাবিধ জিনিস। এবার ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে এই ইস্যুতে কড়া বার্তা দিল ভারত। জারি করা হল একগুচ্ছ নিষেধাজ্ঞা। যা লঙ্ঘন করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সংস্থাগুলিকে। এমনকি ব্যবসাও গোটাতে হতে পারে!
আরও পড়ুন - পুলিশ বিপদে পড়লে ডাক পড়ে তার! ২০০-র বেশি প্রাণ বাঁচিয়েছেন ‘ব্যাঙ🤪মানুষ’ 🍰আকাশ, কীভাবে জানেন?
সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে এই নোটিস জারি করা হয়েছে। পাকিস্তানের জাতীয় পতাকা ভারতে বিক্রি করা যাবে না, এই মর্মে নোটিস ♔জারি করা হয়েছে। এমনকি জাতীয় পতাকার ছবি রয়েছে এমন জিনিস যেমন জার্সি ও অন্যান্য আসবাবপত্রও বিক্রি করা বন্ধ করতে হবে। কী কী নিষওেধাজ্ঞা রয়েছে? দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - ঘুমের মধ্যে কথা বলেন? সারাদিন এসব 💎করলেই কি বেশি করে হয়? জেনে নিন সত্যিটা
ই-কর্মাস প্ল্যাটফর্মগুলির জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা
১𝐆. পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রি করা যাবে না। সাইট♛ে বর্তমানে এমন কিছু লিস্টেড প্রোডাক্ট হিসেবে থাকলে সেগুলিকে ডিলিট করে দিতে হবে অবিলম্বে।২. শুধু আমাজন ও ফ্লিপকার্ট নয়, এই নি𓂃ষেধাজ্ঞা আরোপিত হয়েছে ইবে, উ♛বাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কম্পানি ও দ্য ফ্ল্যাগ কর্পোরেশন।