জমিদারির ব্যস্ততা একদিকে, অন্যদিকে পত্রপত্র🌱িকায় লেখা দেওয়ার তাড়া। পারিবারিক পত্রিকাও সম্পাদনা করছেন নিজেই। এই তাড়াহুড়োর মাঝে উপন্যাস বা বড় লেখা লিখে ফেলা তো মুখের কথা নয়। রবীন্দ্র বিশেষজ্ঞদের একাংশের মতে, তখন থেকেই ছোটগল্প লেখার দিকে মন দিলেন রবীন্দ্রনাথ। শুরু হল বাংলা সাহিত্যের এক নতুন আঙ্গিক উন্মোচন।
আরও পড়ুন - জলের মধ্যে যেন ‘বন্দে ভারত’! ‘ভারত’-এই মেলে রূপেগুণে মি🌠স ওয়ার্ল্ড এই মাছ
রবীন্দ্রনাথের নিজের স্বীকারোক্তি
ছোটগল্প লেখা নিয়ে কবির নিজেরও স্বীকারোক্তি রয়েছে। ‘আমি প্রথমে কেবল কবিতাই লিখতুম, গল্পে-টল্পে বড় হাত দিই নাই, মাঝে একদিন বাবা ডেকে বললেন, ‘তোমাকে 💃জমিদারির বিষয়কর্ম দেখতে হবে।’ আমি তো অবাক; আমি কবি মানুষ, পদ্য-টদ্য লিখি, আমি এসবের কী বুঝি? কিন্তু বাবা বললেন, ‘তা হবে না, তোমাকে এ কাজ করতে হবে।’ কী করি? বাবার হুকুম, কাজেই বেরুতে হলো। এই জমিদারি দেখা উপলক্ষে নানা রকমের লোকের সঙ্গে মেশার সুযোগ হয় এবং এ থেকেই আমার গল্প লেখারও শুরু হয়।’ (শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ/ জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়)।
আরও পড়ুন - হাতখরচ🌠ের সব টাক🍷া সেনাদের দিয়ে দিল এই ৮ বছরের খুদে! নিখাদ দেশপ্রেম নজর কাড়ল সবার
ছোট গল্পের আসর
আগামী ২১শে মে, অ্যাডভার্টাইজিং ক্লাব কলকাতা, সময়চারী এবং এসপিক্রাফটের সৌজন্যে জ্ঞান মঞ্চে সন্ধ্যা ৭টা থেকে উপস্থাপিত হতে চলেছে ‘ছোট প্রাণ ছোট ব্যথা’ শীর্ষক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের বিভিন্ন ছোট গল্পের নির্বাচিত অংশ পাঠ করবেন সোহাগ সেন, বিজয়লক্ষ্মী বর্মণ, চৈতি ঘোষাল, শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়, রুবাই মাইতি, সুতীর্থ বেদজ্ঞ এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান করবেন শবনম মেঘালী (শান্তিনিকেতন)। মূলত জীবিত ও মৃত, রবিবার এবং মুসলমানীর গল্প, বদনাম, নষ্টনীড়, ღমধ্যবর্তিনী, স্ত্রীর পত্র ইত্যাদি গল্পগুলির নির্বাচিত অংশ পাঠ করা হবে অনুষ্ঠানে।