Air india: ককপিটে পাইলটের বান্ধবী-কাণ্ডে জেরবার এয়ার ইন্ডিয়া! এবার অভিযুক্ত ২ পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ Updated: 14 Jun 2023, 12:30 PM IST Sritama Mitra দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৪৪৫ উত্তরণের সময়ই গত সপ্তাহে,ওই ঘটনা ঘটে। তারপর অভিযোগের কথা সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতেই তাঁরা পদক্ষেপের পথে হাঁটেন।