ডোনাল্ড ট্রাম্প মসনদে আসার পর থেকেই মার্কিন অভিবাসন নীতিতে কড়াকড়ি এসেছে। এরই সঙ্গে আবার হামাসপন্থীদেরও চিহ্নিত করে দেশ থেকে তাড়াচ্ছেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে বহু বাংলাদেশিকে আমেরিকা থেকে তাড়ানো হয়েছে বলে জানা গেল বিডিনিউজ২৪-এর রিপোর্টে। বাংলাদেশি এই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিককালে হামাসপন্থী সমাবেশে যোগ দেওয়ায় এক বাংলাদেশি ছাত্রীর ভিসা বাতিল করা হয়েছে। এদিকে এক বাংলাদেশি পড়ুয়া ৭০ ডলারের সামগ্রী চুরি করেছিলেন সম্প্রতি। সেই পড়ুয়ারও ভিসা বাতিল করে গ্রেফতার করা হয়েছিল। (আরও পড়ুন: ভিসা দেয় না ভারত, এহেন বাংলাদেশের পাসপোর্ট বিশ্বতালিকায় কত নম্বরে?)
আরও পড়ুন: ইউনুসকে মোদীর বার্তার পরই লাঙ্গলবন্দে বাংলাদেশি উপদেষ্টা, হিন্দুদের বললেন…
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া দ্বীপ ফেরত চাইছেন ভরতীয়রা,জানুন কচ্ছতিভুর বিতর্কিত ইতিহাস
এদিকে নিউইয়র্ক বিমানবন্দর থেকে সম্প্রতি একাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে। দাবি করা হয়েছে, মার্কিন অভিবাসন আধিকারিকদের প্রশ্নের সন্তোষজনক জবাব না দিতে পারায় বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি কয়েকজন বাংলাদেশিকে। সেই সব বাংলাদেশিদের মধ্যে গ্রিনকার্ড হোল্ডারও আছেন আবার পারিবারিক কোটায় অভিবাসন ভিসাধারীও আছেন বলে দাবি করা হয়েছে। এদিকে অনেক বাংলাদেশি গ্রিনকার্ডধারককে মুচলেকা দিয়ে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, গ্রিনকার্ড থাকা সত্ত্বেও যদি তাঁরা বছরের ১০ মাস আমেরিকায় না থাকেন, তাহলে তাঁদের গ্রিনকার্ড কেড়ে নেওয়া হবে। (আরও পড়ুন: ব্যাঙ্ককের বৈঠকে হাসিনাকে নিয়ে ইউনুসকে কী বলেন মোদী? বড় দাবি বাংলাদেশ সরকারের)
আরও পড়ুন: 'ভূখণ্ড ব্যবহার করতে দেব না...', মোদীর সফরকালে ভারতকে বড় বার্তা শ্রীলঙ্কার
আরও পড়ুন: 'এটাই বড়লোক হওয়ার সময়', মার্কিন শেয়ার বাজার 'লালে লাল' হতেই বললেন ট্রাম্প
এর আগে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই নির্বাহী নির্দেশিকায় সই করে মার্কিন সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। এরই সঙ্গে সিবিপি ওয়ান অ্যাপ বন্ধ করে দেন। তাছাড়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল করেন তিনি। এদিকে এর আগে স্কুল ও চার্চে অভিযান চালাতে পারত না মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। সেই নিয়মের অবসান ঘটিয়েছেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের জেরে সেই দেশে শরণার্থী হিসেবে থাকা অনেক মানুষের বসাবসের অনুমতি বাতিল হয়েছে। বহু অবৈধবাসী ভারতীয়কেও বিমানে করে দেশে ফেরত পাঠানো হয়েছে আমেরিকা থেকে।