এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেই স্বপ্ন পুরনো হয়েছিল। কিন্তু, এভারেস্ট জয়ের পর বেস ক্যাম্পে ফিরে আসতে পারেননি রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষ। প্রায় ১৭ ঘণ্টা পর মিলল দুঃসংবাদ। মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে উদ্ধার হয় তাঁর দেহ।সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।স্নোয়ি হরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি। সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রূম্পা দাস। তিনি এভারেস্ট জয়ের পর ক্যাম্পে পৌঁছতে সক্ষম হন। তবে এই মুহূর্তে তিনি অসুস্থ রয়েছেন। রুম্পা দাস ক্যাম্প ৪-এ অক্সিজেন সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে। সুব্রত ঘোষের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রানাঘাটে। (আরও পড়ুন: সংঘর্ষ বন্ধ হলেও এখনও চ💛া বানানোর জল পাচ্ছে না পাক, হাঁটু ✅গেড়ে বসলেন শেহবাজ শরিফ)
আরও পড়ুন: এভারেস্ট নয় আর, আবিষ্কার হয়ে গেল তার চে♛য়ে♔ও উঁচু দুই শৃঙ্গের! লুকিয়ে ছিল এখানেই
জানা গিয়েছে, সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় স্কুল শিক্ষক। বাগদা কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক ছিলেন সুব্রত। রুম্পা দাসও রানাঘাটের বাসিন্দা। এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাসখানেক আগেই দুজনে যাত্রা শুরু করেন। সুব্রত ঘোষের সঙ্গে তাঁর দিদিও গিয়েছিলেন। তবে তিনি এভারেস্ট বেস ক্যাম্পে ছিলেন। এর আগের দিন শৃঙ্গ জয় করতে গিয়ে মৃত্যু হয় ফিলিপাইনসের ৪৫ বছর বয়সি পর্বতারোহী ফিলিপ সান্তিয়াগো। পরে বৃহস্পতিবার রাতে দুই বাঙালি পর্বতারোহীই বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ জয় করার খবর সামনে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কিন্তু, তার কিছুক্ষণ পরেই জানা যায় সুব্রত নেমে আসতে পারেননি। অক্সিজেনের অভাবে এবং ক্লান্তির কারণে তিনি নিচে নামতে সক্ষম হননি। সুব্রতর সঙ্গে অভিযানে যাওয়া রুম্পা দাস অসুস্থ হয়ে পড়লেও বেস ক্যাম্পে নামতে সক্ষম হন। সুব্রতর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পর্বতারোহী মহলে। (আরও পড়ুন: 🌊আমেরিকা 'ধোকা' দিলে দি♛ক, ভারতে পাশে থাকার অঙ্গীকার 'আসল বন্ধুর')
আরও পড়ুন: 'আত্মসমর্প🧜ণ করো', এনকাউন্টারের আগে জঙ্গি 🅠ছেলের কাছে ভিডিয়ো কলে আবেদন মায়ের
উল্লেখ্য, এর আগে তিন বছর আগেไ এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন রুম্পা। তবে শারীরিক সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। সুব্রতও আগে বেশ কয়েকবার এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন। অবশেষে এবার দুজনের জয় আসে। তবে জয়ের পরেও ফেরা হল না সুব্রতর।