১ টাকা হোক কি লাখ টাকা, মোবাইলের বোতামের কয়েক ক্লিকেই এখন অনায়াসে হয়ে যায় লেনদেন। কয়েক বছর আগেও যখন বড় বড় পরিমাণের টাকা লেনদেনের জন্যে ব্যাঙ্কে লাইন দিয়ে চেক ভাঙাতে হত, বা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হলে এটিএমে যেতে হত, এখন আর সেই সব ঝক্কি নেই। এখন ছোটখাটো জিনিস কেনার থেকে বড় পরিমাণের কোনও লেনদেন, সঙ্গে সঙ্গে পেমেন্ট করা যায় এই ইউপিআইয়ের মাধ্যমে। শুধু অনলাইন পেমেন্ট অ্যাপটি খুলে কিআউআর কোড স্ক্যান করুন, পিন নম্বরটি দিন, হয়ে যাবে লেনদেন। নগদ নিয়ে ঘোরার ঝামেলাই নেই আর। তবে ইউপিআই পরিষেবার এই সহজ সরল ধারা ব্যাহত হবে ১ ফেব্রুয়ারি থেকে। (আরও পড়ুন: এখনও উদ্ধার হল ১৮ দেহ, ওয়শিংটনে দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন কতজন?)
আরও পড়ুন: ইউনুসের সরকার থেকে পদত্যাগ করতে চলেছেন ২ উপদেষ্টা, আচমকা কী হল বাংলাদেশে?
আরও পড়ুন: না ‘নিষিদ্ধ’, না কর্মসূচি করতে দেওয়া হচ্ছে! আওয়ামি লিগ কি সত্যি ২৬ মার্চ ফিরবে?
রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই এই ইউপিআই লেনদেনের নিয়মে বড় বদল আনার সিদ্ধান্ত নিয়েছে। সেই পরিবর্তন কার্যকর করা হবে ১ ফেব্রুয়ারি থেকে। কী সেই পরিবর্তন? ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে সমস্ত লেনদেনে স্পেশাল ক্যারেক্টার থাকবে সেই ধরনের লেনদেন বাতিল হয়ে যাবে আপনা থেকেই। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের অধীনে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনই দেশের রিটেল পেমেন্ট ও সেটলমেন্ট সিস্টেম তত্ত্বাবধান করে। (আরও পড়ুন: বাজেট অধিবেশনেই সংসদে ওয়াকফ বিল পাশ করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র: রিপোর্ট)
আরও পড়ুন: আরজি কর ধর্ষণ-হত্যায় নতুন করে তদন্তের আর্জি প্রত্যাহার নির্যাতিতার মা-বাবার
আরও পড়ুন: একদিনে ৭.৫ কোটি ভক্তের সমাগম, মহাকুম্ভে ডিউটি করতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীরও
প্রসঙ্গত, প্রতিটি ইউপিআই লেনদেনে একটি মৌলিক ট্রানসাকশন আইডি তৈরি হয়, এই ট্রানসাকশান আইডিতে সাধারণত সংখ্যা এবং ক্যারাক্টার থাকে। এই আবহে ৯ জানুয়ারি একটি সার্কুলার জারি করে এনপিসিআই জানিয়েছিল, এই ট্রানসাকশান আইডিতে যদি কখনও স্পেশাল ক্যারাক্টার চলে আসে, তাহলে সেই লেনদেন বাতিল করে দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন জানিয়েছে যে এর আগেই অধিকাংশ সংস্থাই এই নিয়ম মেনে নিয়ে সংশোধন করেছে, তবে কিছু কিছু সংস্থা এখনও এই নিয়মের অধীনে আসেনি। তাই সব ক্ষেত্রেই লেনদেনে যাতে কোনও জটিলতা না থাকে, তার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।