হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলিয়ান তারকা লুসিও। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ককে। জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন অংশ নাকি পুড়ে গꦺেছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটার পরই ইন্টার মিলান এবং ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডারকে দ্রুত ব্রাসিলিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপাতত সেখানেই ভর্তি রয়েছেন লুসিও।
হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, আগের থেকে উন্নতি করে আপাতত স্থিতিশীল রয়েছেন লুসিও। তাঁকে ২৪ ঘন্টার নজরদারিতেই রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে তাঁর পরিস্থিতির অবনতি না হয়। এরপর ইনস্টাগ্রামে লুসিওর অ্যাকাউন্ট থেকেও বিবৃত෴ি দিয়ে জানানো হয়েছে যে তিনি আপাতত আগের থেকে ভালো আছেন।
সেই বিবৃতিতে বলা হয়, ‘এখন লুস𒁃িওর অবস্থা স্থিতিশীল। জ্ঞান রয়েছে তাঁর, আর দরকারি সমস্ত চিকিৎসা পরিষেবা তাঁকে প্রদান করা হচ্ছে। ওর যা যা ক্ষত রয়েছে, সবই বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে দেখানো হচ্ছে, আর ওর শারীরিক𒐪 অবস্থার উন্নতিও হয়েছে আগের থেকে, যা বেশ ইতিবাচক দিক ’।
সেই বিবৃৃতিতে আরও লেখা হয়, ‘আমরা লুসিওর ভক্তদের কাছে কৃতজ্ঞ, তাঁদের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য। এই দুঃসময় আপনারা আমাদের পাশে থেকেছেন। আমরা আশা করব, আ𒁃মাদের পরিবারের ব্যক্তিগত বিষয়গুলি আপাতত ব্যক্তিগতই থা✤কবে। কোনও আপডেট দেওয়ার হলে আমরা এই মাধ্যম ব্যবহার করেই আপনাদের জানাব। ঈশ্বরের শক্তি এবং আশির্বাদে ও দ্রুত সুস্থ হয়ে উঠবে, এই আশাই করছি ’।
লা গাজেটা দেল স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী ঘরেই আগুনে দগ্ধ হন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার, এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ঠিক কতটা আহত তিনি ཧহয়েছেন, বা শরীরের কতটা অংশ তাঁর জ্বলে গেছে, সেটা এখনও জানা যায়নি। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ডিফেন্সের হৃদয় ছিলেন এই দীর্ঘদেহি ডিফেন্ডার।
২০০২ বিশ্বকাপ জেতা এই ফুটবলার নিজের কেরিয়ারের জাতীয় দলের হয়ে ১১ বছরে ১০৫টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৪টি গোল। ইন্টার মিলানের পাশাপাশি বেয়ার লেভারকুসেন এবং বায়ার্ন মিউনিখে🐎ও খেলেছেন লুসিও। সামান্য কিছুদিন ছিলেন ইতাল♌ির ক্লাব জুভেন্তাসেও। ২০১০ সালের ট্রেবলজয়ী ইন্টার মিলান দল যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, সেই দলেরও সদস্য ছিলেন এই লুসিও। এরপর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার হয়েও মাঝে খেলতে এসেছিলেন ব্রাজিলের এই সুপারস্টার। ২০২০ সালে ব্রাজিলেনস এফসিতে নিজের ফুটবল জীবন শেষ করেন লুসিও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।