বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য আবারও দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। বৃহস্পতিবারই আর্জেন্তিনা জাতীয় দল ঘোষণা করা হয়♊েছে। ৩৭ বছর বয়সি ইন্টার মায়ামি তারকা মার্চ মাসে আঘাতজনিত কারণে ডাবল হেডারের ম্যাচগুলোতে খেলতে পারেননি। তবে তাতেও কোনও সমস্যা হয়নি। ইতিমধ্যেই উরুগুয়⛦ে ও ব্রাজিলকে হারিয়েই আর্জেন্তিনা আগামী বছরের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৫ জুন চিলির বিরুদ্ধে একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে, এরপর ১০ জুন বুয়েনস আয়ার্সে স্বাগতিক হিসেবে মুখোমুখি হবে ষষ্ঠ স্থানে থাকা কলোম্বিয়ার। এরপর মেসি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন এবং সেখানে ১৪ জুন মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেবেন। যেখানে ইন্টার🔥 মায়ামি ꦍখেলবে মিশরের দল আল আহলির বিরুদ্ধে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গাജরনাচো, যিনি ট্যাকটিক্যাল কারণে আগের কয়েকটি ম্যাচে দলে ছিলেন না, তাকেও এবার ২৮ সদস্যের দলে অন্তর্ভুক্ত ক🌌রেছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে প্রথম ম্যাচে স্কালোনিকে খেলতে হবে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি এবং মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসকে ছাড়া, কারণ তারা তিনজনই নিষিদ্ধ। যদিও তারা স্কোয়াডে রয়েছেন। চোটের কারণে বাইরে রয়েছেন পাওলো দিবালা ও গনজালো মোন্তিয়েল। তাদের অনুপস্থিতি উল্লেখযোগ্য। এছাড়াও স্কালোনি দলে রা൩খেননি ডিফেন্ডার মার্কোস আ𝕴কুনা এবং গেরমান পেজ্জেলাকেও।
এদিকে ২৮তম বার লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বার্সেলোনাকে বিশেষবার্তা পাঠান লিওনেল মেসি। এই বার্তা বোঝায় ৩৭ বছর বয়সেও বার্সেলোনার সঙ্গে অটুট মেসির সম্পর্ক। ৩৭ বছর বয়🤪সে এবং হাজার হাজার মাইল দূরে মജিয়ামিতে খেললেও, লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে সম্পর্ক এখনও অটুট। এখন ইন্টার মায়ামির অধিনায়ক হলেও, যেই ক্লাব তার বর্ণময় কেরিয়ারের ভিত্তি তৈরি করেছিল, সেই বার্সাকে এখনও সমর্থন করে যান মেসি।

আরও পড়ুন … ভিডিয়ো: ইয়ামালের দুরন্ত গোল, এস্পান🦂িওলের বির♑ুদ্ধে ২-০ জয়, ২৮তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
২০২৪-২৫ লা লিগা ꦅশিরোপা জযܫ়ের পর, মেসি সোশ্যাল মিডিয়াতে বার্সেলোনাকে অভিনন্দন জানান। লা লিগার শেষ তিনটি ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে শক্ত অবস্থানে ছিল। মাত্র একটি জয় দরকার ছিল। অথবা রিয়াল মাদ্রিদের একটি হার — প্রয়োজন ছিল শিরোপা নিশ্চিত করতে।
আরও পড়ুন … একটা বিরতি দরকার… IPL 2025-এর দ্বিতীয় পর্ব শুরুর আগেই পৃথ্বী শ-র রহস্যজনক বারꦉ্𒅌তা
কাতালান ডার্বিতে এস্পানিওলের বিরুদ্ধে বার্সা ২-০ গোলে জয় পায়, গোল করেন উঠতি তারকা লামিন ইয়ামাল ও ফারমিন লোপেজ। এই জয়ে বার্সেলোনা তাদের ২৮তম লা লিগা শিরꦬোপা জিতে নেয় এবং মরশুমে কোপা দেল রে ও সুপারকোপা দে এসপানিয়াও নিজেদের করে নেয়।
আরও পড়ুন … ফের বিতর্কে শাকিব আল হাসান! শেয়ার বাজারে কারচুপির অভিযোগ, ২.২৬ কোটি টাকার জর𝓡িমানা
বার্সেলোনার লা লিগা ২০২৪-২৫ চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি ইনস্টাগ্রামে তার প্রাক্তন ক্লাবকে অভিনন্দন জানান। সেই ✃ক্লাবের হয়ে তিনি ১৮ মরশুমে 💫৮৩৭টি ম্যাচ খেলেছেন, ৭০৯টি গোল করেছেন এবং ৪১টি শিরোপা জয় করেছেন। যা তাকে বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।