গতবার আইএসএলের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন স্প্যানিশ ফুটবলার সিভেরিও টোরো। তবে তাঁর খেলায় খুশি না হয়ে এই স্ট্রাইকারকে ছেড়ে দেয় লালহলুদ শিবির। এরপরই তিনি যোগ দিয়েছিলেন জামশেদপুর এফসিতে। ইস্টবেঙ্গলের তাঁকে ছেড়ে দিয়ে কতটা লাভ হয়েছে সেটা বলা না গেলেও জামশেদপুরের যে লাভের পরিমাণ যথেষ্ট বেশি, সেকথা বোঝাই যাচ্ছে সুপার কাপ এবং আইএসএলের পারফরমেন্সে।
ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল পর্যন্ত এবছর উঠেছিল জামশেদপুর এফসি, আর সুপার কাপেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তাঁরা। ফলে দুই ভারতসেরার প্রতিযোগিতাতেই সিভেরিও টোরো কিন্তু দলের আক্রমণভাগকে বড় শক্তি জুগিয়েছেন। অধিকাংশ ম্যাচে পরে নেমেও তিনি গোল করে দলের বৈতরণী পার করেছেন।
ইস্টবেঙ্গলের এই প্রাক্তন স্ট্রাইকার গতবার সুপার কাপ জয়ের পর এবছরও সুপার কাপ জিততে মরিয়া হয়েই রয়েছেন। প্রি কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তিনি গোল করে এগিয়ে দিয়েছিলেন জামশেদপুরকে, সেই গোলের পর স্টিফেন এজে আরেকটি গোল করে দলকে সুপার কাপের শেষ আটে তুলেছেন।
জামশেদপুরের এই ফুটবলার এবারের আইএসএলে ৭ গোল। মজাদার বিষয় হল, তাঁর থেকে বেশি গোল এই মরসুমে কোনও ইস্টবেঙ্গলের ফুটবলার করতে পারেনি। অর্থাৎ দিমিত্রি দিয়ামানতাকোস, যিনি গতবারের আইএসএলের টপ গোল স্কোরার ছিলেন, তিনিও ইস্টবেঙ্গলে এসে নিষ্প্রভ থেকেছেন, সিভেরিও কিন্তু নিজের কাজ ভালোই সামলেছেন।
সুপার কাপ ফের জিততে চান টোরো
হায়দরাবাদ ম্যাচে পর তাই স্প্যানিশ স্ট্রাইকার বললেন, ‘আমরা আইএসএলে ভালোই খেলেছি। সুপার কাপেও যতদূর সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব। আজ হায়দরাবাদের বিরুদ্ধে ভালো খেলেছি, এরপর কঠিন ম্যাচ আসছে নর্থইস্টের বিরুদ্ধে। সেই ম্যাচেও ভালো পারফর্ম করার চেষ্টা করব। কোচ আমাদের অনেক কনফিডেন্স দেয়, এটা ফুটবলারদের দায়িত্ব যে বিভিন্ন ক্লাবে গিয়ে মানিয়ে নেওয়া, এখানে খেলতেও ভালোই লাগছে ’।
বোর্হাও গোয়ার হয়ে ভালোই খেলছেন
একা সিভেরিও অবশ্য নয়, ইস্টবেঙ্গলের আরেক সুপার কাপজয়ী তারকার কাছেও থাকছে এবছরও ট্রফি জয়ের সুযোগ। তিনি এফসি গোয়ার ফুটবলার বোর্হা। তাঁকেও গতবার সুপার কাপ জয়ের পরই ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, তারপর তিনি গোয়ার জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলেছেন এই মরশুমে। কলকাতার বড় ক্লাবের বিরুদ্ধে বারবারই জ্বলে উঠেছেন তিনি। সুপার কাপে তাঁর দল শেষ আটে উঠেছে। শনিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে এফসি গোয়ার, সেখানেও তিনি চাইবেন জ্বলে উঠতে।