সারা বিশ্বের এক হাজারেরও বেশি ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন। যাঁদের মধ্যে ৫৯০ জনকে বেছে নেওয়া হয়েছে নিলামের জন্য। সেই তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম নেই এমন কয়েকজনের, যাঁরা গতবছর ১০ কোটি টাকারও বেশি আয় করে ইতিমধ্যেই আইপিএলের সব থেকে দামি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছিলেন।