গ্র্𝔍যান্ড চেস ট্যুরের সুপারবেট চেস ক্লাসিকের সপ্তম রাউন্ডে আর প্রজ্ঞানন্দ এবং ডি গুকেশ ড্র করেন। তবে তাঁদের পয়েন্ট তালিকা একে অপরের থেকে ভিন্ন বার্তা দিচ্ছে। রমেশবাবু প্রজ্ঞানন্দ বর্তমানে চার পয়েন্ট নিয়ে আরও তিনজনের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন, যা তাঁকে শক্তিশালীভাবে যৌথ-চতুর্থ স্থানে রাখছে। অন্যদিকে, গুকে🉐শ এখনও একটি জয়ও পাননি, যা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনের বিরুদ্ধে তাঁর জয়লাভের পর এক বিস্ময়কর পারফরম্যান্স পতনের ইঙ্গিত দিচ্ছে।
ভারতের গ্র্যান্ꦕডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ বৃহস্পতিবার রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের অংশ সুপারবেট ক্লাসিকের সপ্তম রাউন্ডে ফ্রান্সের আলিরেজা ফিরোজজার সঙ্গে ড্র করে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে। রমেশবাবু প্রজ্ঞানন্দের সঙ্গে শীর্ষে রয়েছেন ফাবিয়ানো কারুয়ানা, ম্যাক্সিম ভাচিয়ার-ল্যাগ্রাভ এবং ফিরোজজা—এই চারজনেরই সাত রাউন্ড শেষে সংগ্রহ করেছেন ৪ পয়েন্ট।
আরও পড়ুন … মুস্তাফিজুর IPL 2025-ဣএ খেলবেন না! UAE উড়ে গেলেন বাংলাদেশের পেসার, কী🌊 বলল BCB?
টুর্নামেন্টটি এখনও উন্মুক্ত রয়েছে, কারণ বাকি থাকা দুই রাউন্ডে যেকোনো একজন শীরꦚ্ষে উঠে ১,০০,০০০ মার্কিন ডলারের প্রথম পুরস্কার জিতে নিতে পারেন।
রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ফিরোজজার মধ্যকার খেলাটি ইংলিশ ওপেনিংয়ে গড়ে ওঠে এবং তুলনামূলকভাবে সহজ ছিল। ইরান-থেকে-ফ্রান্সে আসা ফিরোজজা কিছু কৌশলী চাল চালানোর চেষ্টা করলেও, তেমন উল্লেখযোগ্য পাল্টা খেলা তৈরি করতে পারেননি। খেলাটি শেষ পর্যন্🐟ত তাত্ত্বিকভাবে ড্র হওয়া এক রুক ও পনের ইন্ডগেমে গড🌳়ায়।
আরও পড়ুন … এমবাপের রেকর্ড,﷽ ঘরের মাঠে পিছিয়ে গিয়েও রিয়াল মাদ্রিদের জয়! বার্সা কি আজই শিরোপা জিতবে?
বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এখনও টুর্নামেন্টে নিজের প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন। সপ্তম রাউন্ডে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েসলি সো’র সঙ্গে ড্র করেন। সাত খেলায় মাত্র ২.৫ পয়েন্ট নিয়ে গুকেশ এই প্রতিযোগিতায় তেমন প্রভাব ফেলতে পারছেন♈ না।
সপ্তম রাউন্ডের অন্যান্য খেলায়, লেভোন অ্যারোনিয়ান ফাবিয়ানো কারুয়ানার সঙ্গে ড্র করেন, এবং ডিয়াক বোগদান ড্যানিয়েল ম্যাক্সিম ভাচিয়ার-ল্যাগ্রাভের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন। উজবেকিস্তান🃏ের নোডিরবেক আব্দুসাত্তোরভ পোল্যান্ডের ডুডা ইয়ান ক্রিসটোফকে পরাজিত করেন।
আরও পড়ুন … টেস্ট ও T20I থেকে অবসর, রোহিত-কোহꦇলির গ্রেড A+ চুক্তি কি বহাল থাকবে? কী করবে BCCI?
সপ্তম রাউন্ডের সম্পূর্ণ ফলাফল:
রমেশবাবু প্রজ্ঞানন্দ (ভারত, ৪) ড্র করেন আলিরেজ🍃া ফিরোজজার (৪) সঙ্গে
লেভোন অ্যারোনিয়ান (যুক্তরাষ্ট্র, ৩.৫) ড্র করেন ফাবিয়ানো কারুয়ানা (যুক্তরাষ্ট্র, ৪) সঙ🦩্গে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।