অনন্যা পান্ডে নানা সময় কটাক্ষের মুখে পড়েছেন। কখনও 'ঠিক মতো অভিনয় পারেন না' বলে, কখনও নেপো কিড বলে তো কখনও চেহারার জন্য🦹। হামেশাই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। এবার তিনি সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন। কী বললেন চাঙ্কি কন্যা?
কী ঘটেছে?
সম্প্রতি লিলি সিংয়ের পড কাস্ট শো শেমলেস উইথ লিলি সিংয়ে এসে অনন্যা পান্ডে 𓂃এই বিষয়ে মুখে খুলেছেন। তিনি যে অ💃হরহ কটাক্ষের শিকার হয়েছেন সেগুলোর পাল্টা জবাব দিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করলেন যে তিনি অপারেশন করিয়ে তাঁর নিতম্ব বড় করিয়েছেন কিনা।
এই বিষয়ে অনন্যা পান্ডে এই সাক্ষাৎকারে বলেন, ෴'আমার তখন ১৮-১৯ বছর বয়স, আমি তখন ভীষণ রোগা ছিলাম। আর সবাই সেটা নিয়েই মজা করত। মজা করে বলত তোর তো মুরগির মতো ঠ্যাং, তোকে দেশলাইয়ের মতো দেখতে, তোকে ফ্ল্যাট স্ক্রিন♚ টিভির মতো লাগে। তোর তো স্তন নেই। নিতম্বও নেই। এসব কথা আগে শুনতাম।'
তিনি এদিন আরও বলেন, 'এখন যখন আমি বড় হচ্ছি, আমার চেহারা স্বাভাবিক ভাবে ভার⛄ী হচ্ছে তখন সেটা দেখেও বলা হচ্ছে অসম্ভব। ও নিশ্চয় অপারেশন করিয়ে নিতম্ব বড় করিয়েছে। মানুষের মন কখনও জেতা যাবে না।' অনন্যার মতে, 'যাই করো না কেন, তোমার চেহারা যেমন হোক, যে সাইজের হও তুমি মানুষ সবসময়ই বিদ্রূপ, ব্যঙ্গ করবে। বিশেষ করে মহিলাদের। আমরা মনে হয় না ওরা এটা পুরুষদের সঙ্গে করেন বলে। মহিলাদের যে ঘৃণা সহ্য করতে হয় সেটা অনেক বেশি।'
আরও পড়ুন: ‘বাবু ভাইয়া’কেꦫ ছাড়াই আসবে হেরা ফেরি ৩! অক্ষয়-সুনীলের ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, কেন?
অনন্যার মতে সিনেমায় মহিলা, অর্থাৎ অভিনেত্রীদের যে সৌন্দর্যের মাপকাঠি ঠিক করে ꦚদেওয়া হয়েছে সেটা অন🧔েকটাই দায়ী এটার জন্য। প্রসঙ্গত অনন্যা পান্ডের অভিনয় কল মি বে বা খো গয়ে হাম কাঁহার মতো ছবিতে দারুণ ভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। দারুণ প্রশংসিত হয়েছিল তাঁর কাজ।