Video: মল্লিকবাজারে নিউরো সায়েন্সেসের কার্নিসে রোগী! ৮ তলা থেকে ঝাঁপ
মল্লিকবাজার জুড়ে শনিবার নতুন করে চাঞ্চল্য দেখা যায়। সেখানে ইনস্টিটিউট নিউরোসায়েন্সেসের কার্নিসে আচমকাই এক রোগী পৌঁছে যান। সেখান থেকে তিনি আত্মহত্যার হুমকি দিতে থাকেন বলে খবর। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি দমকল ডাকা হয়। আসে পুলিশ। রোগীকে বুঝিয়ে নামানোর চেষ্টা করা হয়। এদিকে ততক্ষণে রাস্তায় কিছু স্পঞ্জের নরম ম্যাট্রেস পাতা হয়। যাতে কোনও মতেই ঝাঁপ দিয়ে রাস্তায় পড়লেও তাঁর চোট না লাগে। শেষে ৮ তলা থেকে ঝাঁপ দিলেন ওই রোগী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।