দৈত্যদের গুরু শুক্র এবার কপাল খুলে দিতে চলেছেন একাধিক রাশির। মে মাসেই রয়েছে তাঁর নক্ষত্র গোচর। মে মাসে শুক্রের নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্র এবার মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিচরণ করছেন, আর এই মে মাসেই তিনি প্রবেশ করবেন রেবতী নক্ষত্রে। শুক্রের নক্ষত্র গোচরের ফলে বহু রাশির ভাগ্যে উন্নতির রেখা স্পষ্ট হবে। লাকি কারা? দেখে নিন।
বৃষ
শুক্রের রেবতী নক্ষত্রে প্রবেশ, লাভদায়ী প্রমাণিত হতে পারে। এই রাশির লাভভাবে শুক্র বিরাজমান হবেন। এই রাশির জাতক জাতিকারা বিপুল লাভ করতে পারেন। আপনার দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনও কাজ এবার পূরণ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আর্থিক দিক থেকে পাবেন লাভ। টাকা, ঐশ্বর্যে বৃদ্ধি হতে পারে। দীর্ঘ দিন ধরে যে কাজ আপনার বাকি রয়েছে, তা এবার সম্পন্ন হতে পারে। আপনি সাহসী কাজে ভালো প্রদর্শন করতে পারেন।
কর্কট
এই রাশির জাতক জাতিকারা সাফল্য পেতে পারেন এই গোচরের ফলে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। কিছু ইচ্ছাপূরণ হতে পারে এই সময়। গাড়ি, বাড়ি, ভবন সম্পর্কিত মামলায় অপার সাফল্য পাবেন আপনারা। চাকরি পেশায় যাঁরা রয়েছেন, তাঁদের জন্য এই সময় শুভ। সিনিয়র অফিসারদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনি লক্ষ্য পূরণ করতে সফল হবেন। আধ্যাত্মের দিকে ঝুঁকবেন আপনি। আপনি কোনও ধার্মিক যাত্রায় অংশ নিতে পারেন। ঘর বা আত্মীয়দের বাড়িতে কোনও মাঙ্গলিক বা শুভ কাজ হতে পারে। তাতে আপনি অংশ নিতে পারেন।
( মে মাসে জন্মগ্রহণকারীরা হন সৃষ্টিশীল, সংবেদনশীল! আর কী কী গুণ রয়েছে? রইল জ্যোতিষমত)
মকর
রেবতী নক্ষত্রে শুক্রের যাওয়ার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এরফলে আপনি বহু বিশেষ কাজ করতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে চলা সমস্যা এবার সমাপ্ত হবে। এরসঙ্গেই আপনার বুদ্ধিদীপ্ত ক্ষমতা আরও বাড়তে থাকবে। আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ আসতে পারে। আপনার কাজের প্রশংসা হবে। এরসঙ্গেই জীবনে আসবে নানান খুশি, আনন্দ। সম্পর্কে আসবে সুখ শান্তি। আপনার স্বাস্থ্য ভালোর দিকে থাকবে।
(এই প্রতিবেদন মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
কবে রয়েছে নক্ষত্র গোচর?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৬ মে শুক্রবার হবে শুক্রের নক্ষত্র পরিবর্তন। ১৬ মে দুপুর ১২ টা ৫৯ মিনিটে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র। এই নক্ষত্রে ৩১ মে পর্যন্ত থাকবেন শুক্র। এরপর তিনি অশ্বিনী নক্ষত্রে চলে যাবেন।