গত কয়েকদিন ধরেই কলকাতার ঘাটে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ঘাট তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। যার ফলে আতঙ্কে গঙ্গাস্নানে নামতে ভয় পাচ্ছেন অনেকে। এরপরেই কলকাতা রিভার ট্রাফিক পুলিশও নজরদারি চালাতে শুরু করে জোর কদমে। তবে বিষয়টি খতিয়ে দেখার পরেই বন বিভাগ স্পষ্ট করল যে প্রাণীটিকে কলকাতার গঙ্গায় দেখা গিয়েছে সেটি আসলে কুমির কি না।
আরও পড়ুন: কলকাতার গঙ্গায় কুমিরের আনাগোনা, আতঙ্কে ঘাটে নামছেন না মানুষজন, তদন্তে বন দফতর
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়। তাতে দেখা যায়, যে কলকাতার আহেরীটোলা ঘাটে একটি কুমিরের মতো একটি প্রাণী ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকজন সেই প্রাণীটির ভিডিয়ো রেকর্ডিংও করছিলেন। পরে প্রাণীটি উধাও হয়ে যায়। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠতে শুরু করে যে গঙ্গায় যে প্রাণীটি দেখা গিয়েছিল সেটি আদৌও কুমির কিনা।
সাধারণত কুমির দেখা যায় সুন্দরবনের বিভিন্ন নদ নদীতে। তবে গঙ্গাতেও বিভিন্ন সময়ে কুমির দেখা গিয়েছে। এর আগে ফারাক্কা, কালনা, নদিয়াতেও কুমির দেখা গিয়েছে। ফলে কলকাতার গঙ্গায় যে কুমির আসতে পারে সেটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই বিষয়টির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ অনেকেই প্রতিদিন গঙ্গাস্নান করেন। তারপরেই নড়েচড়ে বসে রিভার ট্রাফিক পুলিশ এবং বনদফতর।