রণবীর কাপুরের সঙ্গে এক চুটিয়ে প্রেম করেছেন। যদিও পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায় দীপিকার, বিয়ে করেন রণবীর সিংকে। কাকতালীয়ভাবে রণবীর নামটি থেকেই যায় দীপিকার জীবনে। ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, পর্দায় এই ꦚদুই রণবীরের সঙ্গেই কাজ করেছেন দীপিকা এবং দুজনের সঙ্গেই তাঁর রসায়ন ছিল অসাধারণ।
সালটা ২০১৩। ওই বছর মুক্তি পেয়েছিল দীপিকা এবং রণবীর সিং- এর ‘রামলীলা’। ঠিক ওই একই বছর প্রাক্তন প্রেমিক তথা বন্ধু রণ✃বীর কাপুরের সঙ্গে দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পায়। প্রাক্তন এবং বর্তমান, দুজনের সঙ্গেই একই বছর দুটি সিনেমা করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন দীপিকা। তার ঠিক ২ বছর পরের একটি ভিডিয়ো হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল।
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শ🐈ুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকಌছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তি🧸কা
২০১৫ সালে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ ছবির প্রচারে গিয়েছিলেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। ওই অনুষ্ঠানে দীপিকাকে বেছে নিতে বলা হয়েছিল ২ রণবীরের মধ্যে একজনকে। উত্তরে দীপিকা যা বলেছিলেন, সেই বক্তব্🉐যই বর্তমানে ঘোরাফেরা করতে সোশ্যাল মিডিয়ায়।
ব্যক্তিগত জীবনে দীপিকা কাকে বেছে নিয়েছ🧸েন সেটাতো সকলেই জানেন কিন্তু পেশাগত দিক থেকে তিনি কোন অভিনেতাকে শ্রেষ্ঠ বলে মনে করেন? এই প্রশ্নই করা হয়েছিল দীপিকাকে। পাশে তখন বসে ছিলেন রণবীর কাপুর। দর্শক আসনে বসে থাকা এক ব্যক্তি যখন দীপিকাকে জিজ্ঞাসা করেন, রণবীর সিং এবং রণবীর কাপুরের মধ্যে কে ভালো অভওিনেতা? উত্তরে দীপিকা যা বলেন তা শুনে কিছুক্ষণের জন্য হলেও সবাই চুপ করে যান।
দীপিকা বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। এটা খানিকটা বাবা এবং মায়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার মতো।' দীপিকার কথা শেষ হতেই রণবীর বলে ওঠেন, ‘আমি তাহলে বাবা।’ রণবীরের রসবোধে তখন সবাই হ𝓰াসতꦑে শুরু করে দেন।
দীপিকা আরও বলেন, ‘না, আমার মনে হয় আমরা সব সময় তুলনা করে চলেছি। অভিনেতা হোক বা সিনেমা হোক কোনও সময় কারও সঙ্গে তুলনা করা যায় না। রণবীর সিং এবং রণবীর কাপুর, দুজনের ব্যক্তিত্বে অনে🏅ক তফাৎ। ওরা যেমন তেমনি তা👍দের গ্রহণ করা উচিত। প্রত্যেকের কাজের প্রশংসা করা উচিত।’
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চান! 🎶এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাক༒ে ভালোবাসি’, সিদ্ধিবিনায়♌ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
১০ বছর আগ🎶ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নেট নাগরিকরা দীপিকার বক্তব্যের প্রশংস♚ায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, ‘আপনার কথা একদম সঠিক। তুলনা টানা চলেই না কখনও।’ দ্বিতীয় একজন লিখেছেন, ‘দীপিকার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কি বলতে চাইছেন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দীপিকা সঠিক মানুষকেই বেছে নিয়েছেন নিজের জীবনে।’