গত বছর ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তারপর মার্চে হয় তাঁদের সামাজিক বিয়ে। আর ছাদনাতলায় যাও🌳য়ার বছর ঘোরার আগেই ২০২৪ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তারপর বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় এই তারকা জুটিকে। এদিন ট্রোলারদের উদ্দেশ্যে কী বললেন শ্রীময়ী?
আরও পড়ুন: বাংলাদেশ নয়, আসꦇতে পারেন না কলকাতাতেও, তসলিমার প্রশ্ন, 'সিপিএমের কী লাভ হয়েছিল আমাকে তাড়িয়ে?'
কটাক্ষের জবাবে কী বললেন শ্রীময়ী?
এদিন দ্য ওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীময়ী মুখ খোলেন কটাক্ষের বিরুদ্ধে। লাগাতার ꦺট্রোল্ড হওয়ার পর ট্রোলারদের উদ্দেশ্যে মজার ছলেই বার্তা দিলেন কাঞ্চন পত্নী। শুধু তাই নয়, যাঁরা সোশ্যাল মিডিয়ায় এমন কটাক্ষ করেন তাঁদের 'ফ্রাস্ট্রেটেড মানসিকতা' বলেও জানান তিনি। এদিন শ্রীময়ী বলেন, 'আমাদের পারফরমেন্সটা নিয়ে ভাবো। যারা এত হিংসে করছে তারা যত বলছে তত আমাদের পারফরমেন্স বাড়ছে।' পাশ থেকে কাঞ্চন বলে ওঠেন, 'দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।'
শ্রীময়ীকে তারপর আবারও বলতে শোনা যায়, 'বিয়ে করেছি, সন্তানের জন্ম দিয়েছি। ওরা বলছে আমি একটা করে স্টেপ এগোচ্ছি। আবার বলবে এবার মেয়ের বিয়ে দেব। সেরম ভাবে বলতেই থাকুক।'✃ যবে থেকে কাঞ্চন এবং ꧑শ্রীময়ীর আইনি বিয়ের কথা প্রকাশ্যে এসেছে তবে থেকে শুরু করে বিয়ের বছর ঘোরার আগে সন্তানের জন্ম সব নিয়েই বিস্তর কটাক্ষের মুখে পড়েছে এই তারকা জুটি।
শুধু তাই নয়, এদিন শ্রীময়ী জানান কাঞ্চন মল্লিকই তাঁকে চুমু খেতে শিখিয়েছেন। কাঞ্চন হলেন প্যাশনেট কিসার। তাঁর কথায়, 'কাঞ্চন তো আমা🐈কে গড়েছে। আমি কাঞ্চনের বাধ্য ছাত্রী। এ ব্𒁏যাপারে বলো আমি খুব বাধ্য ছাত্রী না?'
কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক
গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কালীপুজোর সময় তাঁদের সংসারে আ😼সেন নতুন সদস্য তাঁদের মেয়ে। তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি, যদিও এখনও তার মুখ দেখাননি। এখন সেই একরত্তিকে নিয়ে তাঁদের ভরা সংসার। সম্প্রতি শ্রীময়ী চট্টর♛াজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাঁদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনের। সেখানে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করতে দেখা গেল তারকা জুটিকে। বাজি ফাটল, আবার শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনও করেন কাঞ্চন। আর তারপরই একদম রাজ-শুভশ্রীর স্টাইলে শ্রীময়ীর ঠোঁটে প্রকাশ্যেই ঠোঁট রাখলেন কাঞ্চন। প্রসঙ্গত, কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে।