আজকের অপটিক্যাল ইলিউশন শুধুই চোখের ধাঁধা। কিন্তু তা হলেও উত্তর খুঁজে বার করা মোটেই সহজ নয়🔯। কারণ উত্তর খুঁজে 💦পেতে হলে ভালো পর্যবেক্ষণ ক্ষমতার পাশাপাশি জরুরি আইকিউ। নিচের ছবিতে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে ধরা হয়েছে, একটি পোষ্যকে বাঁধার বকলস। কিন্তু সেই পোষ্য সারমেয়টি এখন উধাও। কোথায় গিয়েছে? বলা হচ্ছে, ওই ঘরটির মধ্যেই নাকি দস্যি পোষ্যটা লুকিয়ে রয়েছে। তাঁকে খুঁজে বার করাই হল আসল খেলা।
কার কত আইকিউ
অপটিক্যাল ইলিউশন মূলত আইকিউ পরখ করার খেলা। যাদের আইকিউ অর্থাৎ বুদ্ধিমত্তা বেশি তাঁরা কিন্তু ৫ সেকেন্ডেই খুঁজে পেয়ে যাবেন। বলা হচ্ছে, এমন মানুষদের আইকিউ ১০০-র বেশি। কিন্তু যাꦇরা ৫ সেকেন্ডেই খুঁজে পেলেন না, তাদের আইকিউ নেহাত কম নয়। যদি ১০ সেকেন্ডের মধ্যেও খুঁজে পান, তাহলেও তা ৮০-র কাছাকাছি।
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ꩲইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বি✨কল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান🎐। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব ꦫসহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখ𝐆ানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশে𓆉ষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
আরও পড়ুন - Optical Illusion: ঘরের মধ্যে উড়ে এসে পড়ল পাখির পালক! কোথায়?♐ খুঁজে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
দেখে নেওয়া যাক উত্তর
নিচে গোল করে দাগিয়ে দেওয়া হল কুকুরটির ছবি। আসলে কার্পেটের মধ্যেই লুকিয়ে ছিল কুকুরটি। তাই তাঁকে🍨 দেখতে পাচ্ছিলেন না তাঁর মনিব।
