কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে 'প্রক্রিয়াজাত' 🍌মানুষের হাড়ের প্যাকেট উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। ম্যাঙ্গালুরুতে আবাসিক কম্পাউন্ডের কাছে প্রথম ওই প্যাকেটটি দেখতে পান এক যুবক। তারপরেই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, স্থানীয় একটি সংগঠনের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন এক যুবক। কিন্তু অনুষ্ঠানের পর তাঁর ভাড়া করা পোশাকটি কোনও ভাবে হারিয়ে যায়। তাই পোশাক খুঁজতে ওই যুবক এলাকায় খোঁজাখুঁ☂জি করতে শুরু করেন।সেইসময় ওই যুবক একটি প্যাকেট দেখতে পান। ছিল মানুষের হাড়। আর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সঙ্গে-সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। কোথা থেকে এই মানুষের হাড়ের প্যাকেট এল, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
🔯 প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ম্যাঙ্গালুরুর একজন অবসরপ্রাপ্ত চিকিৎসকের বাড়িতে কর্মরত মহিলা অসাবধানতাবশত হাড়গুলি বাইরে ফেলে দিয়েছিলেন। সম্প্রতি ওই মহিলা চিকিৎসকের বাড়ি থেকে গৃহস্থালির জিনিসপত্র নিয়ে এসেছিলেন। যার মধ্যে অজান্তেই ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত মানুষের হাড়ের একটি প্যাকেটও ছিল। হাড়গুলি অপ্রয়োজনীয় বুঝতে পেরে তিনি প্যাকেটটি তাঁর🎀 বাড়ির কাছে ফেলে দেন। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, বিহারের ঔরঙ্গাবাদে এক নৃশংস হত্যাকাণ্ড𒉰ের ঘটনা সামনে এসেছে, যেখানে কালো জাদুর নামে এক বৃদ্ধর মুণ্ডচ্ছেদ করে তাঁর দেহ হোলিকা দহন আগুনে পোড়ানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত ব্যক্তি ৬৫ বছরের যুগল যাদব গত ১৩ মার্চ মদনপুর💟 থানা এলাকা থেকে নিখোঁজ ছিলেন।
ঔরঙ্গাবাদ পুলিশ সুপার জানান, ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এক তান্ত্রিকের আত্মীয়ও রয়েছে। তবে মূল অভিযুক্ত তান্ত্রিক রামাশীষ রিক্যাসন এখনও পলাতক। তদন্ত চলাকালীন পুলিশের নজরে আসে পাশের গ্রাম বাঙ্গারে হোলিকা দহনের আগুনের ছাই থেকে ক🦄িছু মানব অস্থি। ঘটনাস্থল থেকে পোড়া হাড় ও নিহতের চটি উদ্ধার হয়।
এরপর পুলিশ কুকুর বাহিনী নামায়, যারা সরাসরি তান্ত্রিকের বাড়ির দিকে যায়। বাড়িতে না পাওয়ায় তার আত্ম🦹ীয় ধর্মেন্দ্রকে আটক করা হয়, যে তান্ত্রিকের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেয়। জিজ্ঞাসাবাদের পরে ধর্মেন্দ্র স্বীকার করে যে সে ও তার সঙ্গীরা কালো জাদুর অংশ হিসেবে যুগল যাদবকে অপহরণ করে মাথে কেটে ফেলে এবং তাঁর দেহ হোলিকা দহনের আগুনে পুড়িয়ে দেয়।