বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব ও শনিদেবের বিশেষ মাহাত্ম্য রয়েছে রাশিফলে। বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে প্রভাব ফেলে থাকেন সূর্যদেব ও শনিদেব। আর আসন্ন সময়ে এই দুই গ্রহ একাধিক রাশির জাতক জাতিকার জীবনে বিপুল প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষশাস্ত্রমতে ২০ মে মীন রাশিতে শনিদেব আর, বৃষ রাশিতে সূর্যদেব অবস্থান করবেন। ওই দিন দুপুর ৩ টে ০৫ মিনিটে সূর্য আর শনিদেব একজন অপরের সঙ্গে ৬০ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছেন। ফলে তৈরি হবে ত্রিএকাদশ যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। দেখা যাক, কাদের ভাগ্যে আসবে লাভ।
বৃষ
শনি আর সূর্যের ত্রিএকাদশ যোগ লাভদায়ী প্রমাণিত হবে বৃষ রাশির জাতক জাতিকার জন্য। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারের ছোট খাটো সমস্য়ার দিকেও রাখতে পারবেন খেয়াল। স্বাস্থ্য ভালোর দিকে থাকবে। ভূমি, সম্পত্তি, বাহনের পুরো খেয়াল রাখতে পারবেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে।
( ভারত ‘ নিজের খেয়াল রাখতে পারবে’, এদেশে অ্যাপেল-র প্ল্যান্ট বাড়ুক.. চান না ট্রাম্প! বার্তা কুককে)
কন্যা
এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পুরো সমর্থন পাবেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। ধর্মের দিক থেকে আপনি আধ্যাত্মিক কোনও কাজে জোরদারভাবে অংশ নিতে পারবেন। ব্যবসার দিক থেকে বিদেশে কোনও ব্যবসা থাকলে, তা থেকে পেতে পারেন সাহায্য। সমাজে নিজের দাপট ধরে রাখার সেরা সময় এইটি।
কর্কট
বহুদিন ধরে চলা আর্থিক কষ্ট থেকে এবার মুক্তি পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। সমাজে মান সম্মান বৃদ্ধি হতে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। একসঙ্গে সকলে মিলে ভালো সময় কাটাতে পারেন। আপনার আসন্ন সময়ে আপনি বিপুল লাভ পেতে পারেন। বৈবাহিক জীবন আগের থেকে বেশি ভালো থাকতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। যদি কেউ ব্যবসা করেন, তাহলে এই সময়ে ভালো লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)