আজ, শনিবার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। এই সোনা পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেটা নজরে পড়ে যায় বিএসএফের। তাই তড়িঘড়ি তাদের আটকায় আর তল্লাশি করতে শুরু করে। তল্লাশি করতেই বেরিয়ে আসে💯 বিপুল পরিমাণ সোনা। তখনই ধরা পড়ে য🐈ায় দুই পাচারকারী। এই ঘটনায় বড় সাফল্য পেল বিএসএফ। কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর এলাকা থেকে পাচারকারীদের গ্রেফতার করা হয়। মোট ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
এদিকে ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সীমান্ত এলাকায় আরও নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। তবে এখন যুদ্ধবিরতি চলছে। তুরস্কের সহায়তায় এবং আমেরিকার ইন্ধনে পাকিস্তান নতুন করে সন্ত্রাসের কথা ভাবতে শুরু করেছে বলে সূত্রের খবর। তাই বাংলাদেশ সীমান্ত এলাকাতে বাড়তি নজরদারি চলছে। পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু হওয়ায় তাদের মাটি ব্যবহার করে নাশকতা চালাতে পারে। এমন আশঙ্কাও রয়েছে। তাই সীমান্তে এখন নিশ্ছিদ্র 💛নিরাপত্তা। এই আবহে শুক্রবার মাঝরাতে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল। তখনই বিএসএফ জওয়ান পাচারকারীদের ধরে ফেলে।
আরও পড়ুন: নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার, খুনের নেপথ্য কারণ কী? তদন্ত শুরু করল পুলিশ
অন্যদিকে বিএসএফ সূত্রে খবর, ধৃত পাচারকারীদের নাম প্রদীপকুমার বারুই এবং গোপাল পরমান্ন। সোনাই নদী দিয়ে এই সোনা পাচার চলছিল। নদীর উপর দিয়ে দড়ির মাধ্যমে ব্যাগে করে ওই ১০টি সোনার বিস্কুট ওপার বাংলা থেকে এপার বাংলায় নিয়ে আসা হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে সন্দেহ হয় টহলদারি জওয়ানদের। তখন তাঁরা ওই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ১০টি সোনার বিস্কুট। তারপরই ওই দু’জনকে গ্রেফতার করা হ🅺য়। উদ্ধা🍎র হওয়া ওই ১০টি সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।
বিএসএফ সূত্রে খবর, ধৃত পাচারকারীরা ভারতীয় নাগরিক। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভাল যোগাযোগ আছে। আর তাই ওই সোনার বিস্কুট সীমান্ত পেরিয়ে পদ্মাপার থেকে নদী টপকে এখানে আনা হচ্ছিল। দুই পাচারকারীর বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায়। এদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোনার বিস্কুটগুলি সব উদ্ধার করা সম্ভব হয়েছে। ধৃত দু’জনকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে ত♑ুলে দেওয়া হয়েছে। আজ শনিবার পাচারকারীদের আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া দুই পাচারকারীদের মোবাইল ফোন পরীক্ষা করে তথ্য 🎐জোগাড়ের চেষ্টা চলছে।