তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।বাইরে বেরোলে চাঁদি ফাটা রোদ। আর ঘরের ভিতরেও গরমে চরম অস্বস্তি। পাখার হাওয়াতেও অস্বস্তি কাটছে না। গরমে হাঁসফাঁস অবস্থা শুধু রাজ্যবাসীরই নয়, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে পশু পাখিরাও। সোমবার কলকাতা মাউন্টেড পুলিশের ৮টি ঘোড়া ডিহাইড্রেশনজনিত সমস্যার কারণে একসঙ্গে অসুস্♊থ হয়ে পড়ে। তড়িঘড়ি ঘোড়াগুলিকে ঠান্ডা জলে স্নান করিয়ে এসিযুক্ত আস্তাবলে নিয়ে যাওয়া হলে ঘোড়াগুলি সুস্থ হয়ে ওঠে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মাউন্টেড পুলিশের ঘোড়ার আস্তাবলে আরও বেশি সংখ্যায় ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএসি বসাতে বলা হয়েছে। এছাড়াও, গরম থেকে ঘোড়াগুলিকে রক্ষা করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন:কলকাতা ও লাগোয়া এলাকায় প্🐎রবল তাপপ্রবাহ, বৃষ্টিবিহীন বৈশাখ হার মানাল রাজ🍸স্থানকেও
এর মধ্যে রয়েছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের আস্তাবল। বর্তমানে সেখানে ২৭ টি ঘোড়া রয়েছে। এই ঘোড়াগুলিকে সুস্থ রাখতে আস্তাবলে তিন থেকে চারটি এসি বসাতে বলা হয়েছে। এছাড়াও, এসএন ব্যানার্জি রোডে অবস্থিত আস্তাবলে ৩৮ টি ঘোড়া রয়েছে। তবে বর্তমানে সেখানে চারটি এসি রয়েছে। ১৮৪০ সাল থেকে চালু হওয়া কলকাতা মাউন্টেড পুলিশ সম্প্রতি তাপমাত্রার প্রভাব মোকাবেলায় ঘোড়াগুলিকে সুস্থ রাখতে বিভিন্ন ব্যবস্থা আধুনিকীকরণ শুরু করেছে। মাউন্টেড পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরমে ঘোড়া ক্লান্তি অনুভব করলে এসি আস্তাবলগুলি খুবই কার্যকরী হয়ে ওঠে। তাপপ্রবাহের কারণেꩲ ঘোড়াদের ক্লান্তির দ্রুত চিকিৎসা না করা হলে মারাত্মক হতে পারে। এইসব লক্ষণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত ঘাম, দ্রুত শ্বাস নেওয়া এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া প্রভৃতি। পুলিশের এক আধিকারিক জানান, যদি কোনও ঘোড়া হিটস্ট্রোকে ভোগে তবে সেটিকে কমপক্ষে ৩ থেকে ৪ ঘণ্টা এসি চেম্বারে রেখে বিশ্রামের ব্যবস্থা করতে হবে।