কলকাতায় তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল। তৃণমূলের কলকাতা উত্তর জেলা কমিটির সভাপতি পদ থেকে সরানো হল বর্ষীয়ান সাংসদ সুদী🐻প বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় কলকাতা উত্তরে দল পরিচালনার জন্য ৯ সদস্যের একটি কোর কমিটি গঠ🧸ন করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কমিটিতে ঠাঁই পেয়েছেন স্থানীয় বিধায়ক ও ওই এলাকার প্রভাবশালী কাউন্সিলররা।
কলকাতা উত্তরে তৃণমূলের সভাপতি পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অপসারণের দাবি অনেক দিন ধরেই উঠছিল। সুদীপবাবুর সঙ্গে বিজেপির সখ্য, আবার কখনও গোষ্ঠীবাজির অভিযোগ উঠেছে। সুদীপবাবুর বয়ঃজনিত অসুস্থতার কারণে তিনি দলে অতটা সক্রিয় থাকতে পারছিলেন না বলেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚও অনেকে দাবি করছিলেন। তারই মধ্যে বিধানসভা নির্বাচনের ঠিক ১ বছর আগে সেখানে বদলে ফেলা হল সংগঠনের খোল ননচে। কলকাতা উত্তরে দল পরিচালনার জন্য বীরভূমের ধাঁচে তৈরি হল কোর কমিটি। ৯ সদস্যের কোর কমিটিতে রয়েছেন, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, সুদীপবাবুর স্ত্রী নয়💧না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, জীবন সাহা, পরেশ পাল, শশী পাঁজা, স্বপন সমাদ্দার ও বিবেক গুপ্ত।
কলকাতায় দল পরিচালনায় তৃণমূলের কোর কমিটি গঠনকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের দাবি, তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল এতটাই তীব্র যে কোনও একজনকে জেলা সভাপতি করলে বাকিরা অন্তর্ঘাত করতে নেমে পড়বে। তাই সুদীপবাবুর বিকল্প কাউকে খুঁজে পায়নি তৃণমূল। ব💎াধ্য হয়ে সবাইকে খুশি🦂 রাখতে কোর কমিটি গড়েছে তারা।
জেলা সভাপতি পদ থেকে অপসারণের পর সুদীপಞবাবুর প্রতিক্রি𒀰য়া পাওয়া যায়নি।