WB Economy and DA: GDP-র তুলনায় রাজ্যের ঋণ ঠেকবে ৩৮%, সেখানে ২৫% বকেয়া ডিএ কোথা থেকে দেবে ‘কোমর ধরে বসে পড়া’ সরকার?
Updated: 17 May 2025, 07:23 AM ISTসুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়ে জানায়, পঞ্চম বেতন... more
সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়ে জানায়, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে রাজ্য সরকারকে। এই আবহে এই টাকা কোথা থেকে আসবে? তা নিয়ে ধন্দে অনেকেই। সরকারও আদালতে জানিয়েছে, এই বকেয়া মেটাতে তাদের কোমর ভেঙে যাবে।
পরবর্তী ফটো গ্যালারি