রোহিত শর্মার নামে শুক্রবারই ওয়াংখেড়ে স্টেডিয়ামে নয়া স্ট্যান্ডের উদ্বোধন হয়েছে। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরদের পাশে নাম উঠেছে হিটম্যানের। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার গত এক বছরে টি২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু সেই সঙ্গে তিনি টি২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছ💃েন। সেই কারণেই তাঁকে সম্মান জানাতে এমসিএর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ডের উদ্বোধন করা হবে। সেই মতো শুক্রবার দেবেন্দ্র ফদনবীশ, শরদ পাওয়ারদের উপস্থিতিতে রোহিত শর্মা, তাঁর মা-বাবা এসে নিজের ছেলের নামের স্ট্যান্ড উদ্বোধন করেন ওয়াংখেড়েতে।
এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের রোহিত শর্মার স্ট্যান্ডের প্রথম টিকিটটিও রোহিতের হাতেই তুলে দেওয়া হল। ২১ মে রয়েছে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের আইপিএলের ম্যাচ। সন্ধে সাতটায় মুখোমুখি হবে দুই দল। রোহিতের নামে নয়া স্ট্যান্ড উদ্বোধনের পর এটাই মুম্বইয়ের এই মাঠে প্রথম ম্যাচ। তাই সেই ম্যাচের জন্যই ছাপানো প্রথম টিকিটটি তাঁকে দেওয়া হল। ১৬২২৭৯ নম্বর টিকিটটি পেলেন হিটম্যান🎃, এই টিকিটে তিনি তো আর খেলা দেখতে আসবেন না। কারণ তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য ভিআইপি টিকিট বরাদ্দ থাকে, তবে এই টিকিট হিটম্যানের কাছে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অনেক স্মৃতি। যা সবই তাঁর নিজের কষ্টে অর্জন করা। আর মা-বাবার হাতে স্ট্যান্ড উদ্বোধন হওয়া তার কাছেও একটা বড় ব্য়াপার।
রোহিত শর্মা নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধনে গিয়ে বলেছিলেন শুক্রবার, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ, আজ যেটা আমার সঙ্গে হচ্ছে সেটা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। আমি সবার মতোই চেষ্টা করেছি দেশের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে। সেটা করতে গিয়েই অনেক কিছুই মাইলস্টোন পেয়েছি, কিন্তু এরম একটা সম্মান পাওয়া খুবই স্পেশাল। এখানে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, এত বড় নাম করা একটা ভেনু। এখানে ক্রিকেটের কিংবদন্তিদের পাশে আমার নাম থাকবে, এই আনন্দটা আমি ভাষায় বলে বোঝাতে পারব না। আমি যেহেতু খেলতে খেলতে এই সম্মান পাচ্ছি, তাই এর আনন্দটা আরও বেশি। আমি দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছি, তবে এখনও আমি ওডিআইতে খেলি। আমি যখন ২১ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলব, আলাদারকম আনন্দ পাব। আর যখন ভারতের হয়ে এখানে খেলব, সেই মূহূর্তটা খুবই স্পেশাল হবে। আমি আౠমার পরিবারের কাছে খুবই কৃতজ্ঞ, আজকের এই দিনটার জন্য'।