দুই মুখ্য বাংলা চ্যানেলে একসঙ্গে আসছে রাণী ভবানী। ইতিমধ্যেই খবর, জি বাংলার রাণী ভবানী হতে চ🔯লেছেন স্বস্তিকা দত্ত। এবার প্রশ্ন হল, স্টার জলসার রাণী ভ﷽বানী তাহলে হবে কে?
আপাতত যে নাম টলিপাড়া থেকে💧 উঠে আসছে, তা হল রাজনন্দিনী পাল। তাঁর কাছে ছোট পর্দার জন্য রাণী ভবানী হওয়ার প্রস্তাব গিয়েছে বলেই খবর। ইন্দ্রাণী দত্তর কন্যা এরই মধ্যে তৈরি করেছে পরিচিতি। তাই জলসার রাণী ভবানী হলে মন্দ হবে না।
খবর, রাজনন্দিনী নাকি প্রস্তাব পাওয়ার পর, অভিনয় করতে রাজি হয়েছেন। তবে কিছু শর্ত রেখেছেন নির্মাতাদের কাছে। সেগুলো নিয়ে ফাইনাল কথা হলেই হয়তো সই হবে কাগজপত্র। যদিও রাজনন্দিনী ছাড়াও, আরও ক🌊িছু না🌼ম ভাবা হয়েছে স্টার জলসার তরফে।
জি বাংলার রাণী ভবানী কে?
খবর, জি বাংলার সঙ্গে সম্প্রতিই ফের চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা দত্ত। আর তিনি যে ধারাবাহিকটিতে অভিনয় করবেন, তার প্রযোজনা করছেন জᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি বাংলার প্রোডাকশন ও সুরিন্দর ফিল্মস। আর শুধু তাই নয়, ইতিহাসের পাতার এক মহিয়সী নারীর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। আর তারপর থেকেই দর্শকরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন যে, জি বাংলার রাণী ভবানী হচ্ছেন তিনিই।
‘দুগ্গা দুগ্গা’, ‘ভজ গোবিন্দ’, 🤡‘বিজয়িনী’, ‘কি করে বলব তোমায়’-এর মতো দেখা গিয়েছে স্বস্তিকাকে এর আগে।
ফিরল কাদম্বিনী-র স্মৃতি:
করোনা লকডাউনের সময়কালে জি বাংলা আর স্টার জলসার লড়াই বেঁধেছিল এভাবেই কাদম্বিনীকে নিয়ে। প্রায় একই সময়ে দুটি চ্যানেল জি বাংলা এবং স্টার জলসায় সম্প্রচার হতে শুরু করেছিল দেশের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর জীবনকে ঘিরে। জি বাংলার 'কাদম্বিনী'-তে অভিনয় করছিলেন উষসী রায়। স্টার জলসার 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করছেন শোলাঙ্কি রায়। তবে সেই সময়, টিআরপিতে বাজি মেরেছিল স্টার জলসা। জি বাংলাই আগে বন্ধ করেছিল কাদম্বিনীর গল্প।🍒 তবে রানী ভবানীকে নিয়ে কী হয়, তা সময়ই বলবে।
নাটোরের জমিদার রাজা রামকান্তের স্ত্রী ছিলেন রানী ভবানী। স্বাীর মৃত্যুর পর, তাঁর হাতেই যায় জমিদারি। তখনকার দিনে জমিদারি চালাচ্ছেন কোনো মহিলা, তা ছিল বিরল ঘটনা। ১৭৮৬ সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের অন্যতম বৃহত্তম জমিদারি। নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর হয়ে মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ পর෴্যন্ত বিস্তার লাভ করেছিল তাঁর জমিদারি। এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। প্রজাদরদী🐟 রাণী ভবানীর রাজত্বকাল ছিল প্রায় ৫০ বছর মতো।