কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃষভি দেখতে দেখতে ৫ মাস বয়স হয়ে গেল। গত নভেম্বর মাসে ভূমিষ্ট হয়েছে সে। এদিন ভাত খেল। আর অন্নপ্রাশনের দিনই প্রকাশ্যে এল কৃষভির ছবি। মেয়েকে এদিন কী দিলেন কাঞ্চন, শ্রীময়ী?
আরও পড়ুন: নতুন রূপে ফের স্টার জলসায় ফিরছেন ‘হরগৌরী’র ঐশানী? শুভস্মিতার সঙ্গে এবার জুটি বাঁধছেন কে?
কৃষভির অন্নপ্রাশন
অক্ষয় তৃতীয়ার দিন মেয়ের মুখে ভাত দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। আর এদিনই তাঁরা প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। অন্নপ্রাশনের দিন কৃষভি পরেছিল লাল বেনারসি, তাও আবার ম্যাচিং ব্লাউজ দিয়ে। মাথায় সোনালি মুকুট, শোলার মুকুট, কপালে টিপ, গলায় একাধিক হার পরে মিষ্টি করে সেজেছিল এই একরত্তি। হাতেও ছিল সোনার গয়না।
মেয়ের এই বিশেষ দিনে শ্রীময়ী চট্টরাজও পরেছিলেন একটি লাল রঙের রেশম সিল্ক। সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন তিনিও। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, ধুতি।
আরও পড়ুন: ঋষি কাপুরের না থাকার ৫ বছর, জানেন কি বিয়ের দিন সস্ত্রীক জ্ঞান হারিয়েছিলেন অভিনেতা? কী ঘটেছিল?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কাঞ্চন মল্লিকের বাড়িতে মুখে ভাতের অনুষ্ঠানের নিয়ন নেই। তাই এদিন তাঁরা মন্দিরে মেয়ের মুখে প্রসাদ ছুঁইয়েছেন। ইসকন মন্দিরে গিয়ে তাঁরা ঈশ্বরের প্রসাদ ছুঁইয়েছেন মেয়ের মুখে। তবে আত্মীয়, বন্ধুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা এদিন। কৃষভির ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়া বলছে তাকে নাকি একদম তার মায়ের মতো দেখতে।
অন্নপ্রাশনে কে কী দিলেন কৃষভিকে?
আনন্দবাজারের তরফে এদিন জানানো হয়েছে কাঞ্চন মল্লিক মেয়েকে দিয়েছে একটি সোনার চিক এবং নেকলেস। শ্রীময়ী মেয়েকে দিয়েছেন রুপোর গয়না। অন্যদিকে অভিনেত্রীর বাবা মা তাঁদের আদরের নাতনিকে দিয়েছেন সোনার হার।
প্রসঙ্গত ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন এবং শ্রীময়ী। গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিন তাঁরা আইনি বিয়ে সারেন। এরপর মার্চ মাসে গাঁটছড়া বাঁধেন। সেই বছরই নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে কৃষভি। এতদিন মেয়েকে নিয়ে নানা রকম আপডেট দিলেও এদিন তার ছবি প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: আইনি বিয়ে সারলেন শার্লি-অভিষেক, ডি-ডে'তে লেহেঙ্গায় ধরা দিলেন 'ফুলকি'র সতীন! রেজিস্ট্রিতে এলেন কারা?
আরও পড়ুন: নাচের পাশাপাশি গানের সুরে বৈশাখী উৎসব জমাবেন আদৃত, রান্নাঘর সামলাবে ফুলকি-আনন্দী! থাকছে আর কোন চমক?