বলিউড অ🐈ভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রা💟নাওয়াত হামেশাই তাঁর আলটপকা মন্তব্যের কারণে এসে পড়েন খবরে।
তাদের মধ্যে রয়েছেন যারা কোনও দ্বিধা ছাড়াই কীভাবে কথা বলতে হয় তা জানেন। এই কারণে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে টুইট করলেন কঙ্গনা।ꦺ এই টুইটে কঙ্গনাকে প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের তুলনা করতে দেখা যায়। তিনি প্রধানমন্ত্রী মোদীকে সমস্ত আলফা পুরুষের পিতা বলে অভিহিত করেছিলেন। তবে এটি পোস্ট করতে না করতে, অনেকেই কঙ্গনাকে এই টুইটটি মুছে ফেলার প🌃রামর্শ দিয়েছিলেন এবং কঙ্গনা তাঁর টুইটটিও এরপর ডিলিটও করে দেন।
ঠিক কী ঘটেছে?
প্রসঙ্গত, বানিজ্য দুনিয়া থেকে একটি খবর এসেছে যে, মার্কিন প্রেসিডেন্ট অ্যাপলের সিইও টিম কꦛুককে ভারতে আইফোনের উৎপাদন না বাড়াতে বলেছেন। ট্রাম্প বলেন, অ্যাপলের উচিত যুক্তরাষ্ট্রে অ্যাপল ডিভাইসের উৎপাদন বাড়ানো। এই খবর শেয়ার করে কঙ্গনা তাঁর টুইট লেখেন। তবে ইতিমধ্যেই নিজের টুইট মুছে দিয়েছেন তিনি।
টুইটটি মুছে ফেলার পর আরও একটি পোস্ট শেয়ার করেছেন কঙ্গনা। এই টুইটে কঙ্গনা লিখেছেন, ‘শ্রদ্ধেয় জাতীয় সভাপতি শ্রী @JPNaddaজি আমাকে ফোন করেছিলেন এবং আমায় টুইটটি মুছে ফে♋লতে বলেছিলেন যা ট্রাম্প ভারতে অ্যাপল সিইও টিম কুককে অ্য়াপেল ফোন না উৎপাদন করার সঙ্গে সম্পর্কিত ছিল। আমার 🦋ব্যক্তিগত মতামত পোস্ট করার জন্য দুঃখিত, নির্দেশনা অনুযায়ী ইনস্টাগ্রাম থেকেও ডিলিট করে দিয়েছি।’

কী সেই টুইট ছিল কঙ্গনা?
তবে কঙ্গনা রানাওয়াত তাঁর টুইট মুছে ফেললেও, তার স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে কুইন-নায়িকা লেখেন, ‘এই ভালোবাসা হারানোর কারণ কী হতে পারে? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেও♛, বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।꧙’
দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে কঙ্গনা লেখেন, ‘ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্🅰ট্রের রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু এটি মোদীর তৃতীয় মেয়াদ।’ তৃতীয় কারণটি দিয়ে কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘অবশ্যই ট্রাম্প একজন Alpha 🎶Male (প্রভাবশালী পুরুষ), কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হলেন সব Alpha Male (প্রভাবশালী পুরুষ)-দের বাবা।’
কঙ্গনা রানাওয়াত তাঁর টু🅘ইটে আরও লেখেন- ‘আপনার কী মনে হয়? এটা কি ব্যক্তিগত ঈর্ষা নাকি কূটনৈতিক নিরাপত্তাহীনতা?’