৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে চমক লাগালেন উর্বশী রাউতেলা। তাঁর কেতাদুরস্ত সাজপোশাক, ড্রামাটিক মেকআপ, সবটাই এখন আলোচনায়। তবে এ🧸রই মাঝে, একটি ভিডিয়ো হঠাৎ ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে যে, উর্বশীকে বলা হচ্ছে কানের রেড কার্পেট থেকে সরে যেতে। স্বভাবতই প্রশ্ন উঠছে, হঠাৎকী হ๊ল?
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, উর্বশী রাউতেলা কানের লাল গালিচায় আনন্দের সঙ্গে পোজ দিচ্ছে। তবে, শীঘ্রই তাকে রেড কার্পেট খালি করতে বলা হয়। নেটিজেনদের সন্দেহ, উর্বশীকে কার্পেট খালি করতে বলা হয়েছিল কারণ তিনি হয়তো অনেকক্ষণ ধরে স🦩েখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন। আর হলিউডের এই ইভেন্টগুলিতে সময় নিয়ে থাকে খুব কড়াকড়ি।
নীল, লাল এবং হলুদ রঙের কম্বিনেশনে, স্ট্র্যাপলেস, স্ট্রাকচার্ড পোশাক পরেছিলেন উর্বশী রাওতেলা এদিন💦। আর লুক কমপ্লিট করেন তিনি একটি ম্যাচিং টিয়ারা দিয়ে। তিনি একটি আকর﷽্ষণীয়, স্ফটিক-খচিত প্যারট ক্লাচ ক্যারি করেছিলেন সঙ্গে। জানা গিয়েযে যে, ক্লাচটি জুডিথ লিবারের তৈরি এবং এর দাম $5,695 (প্রায় 4,85,000 টাকা)।
এছাড়াও উর্বশীর গায়ে ছিল হীরার আংটি এবং রত্নখচিত ব্রেসলেট। নীল এবং বেগুনি আইশ্যাডো চোখে, সঙ্গে পাথর লাগানো। ঠোঁট এবং গালে গোলাপি আভা। সব মিলিয়ে তাঁর কান লুক🀅কে ১০-এ ৬-৭ দিতেই হয়। তবে এভাবে উর্বশীকে সরে যে🦂তে বলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে।
একজনꦓ লেখেন, ‘বেচারা, ওখানে গিয়েও ট্রোল হয়ে গেল’। আরেকজন লেখেন, ‘যথেষ্ট সুন্দর লাগছে। মাথায় কিছু নেই তো কী হয়েছে, দেখতে উর্বশী সত্যিই সুন্দর’। তৃতীয়জন লেখেন, ‘পুরো পোপাট! কোনায় বসে 𓆉হাসছে ঋষভ পন্ত।’
কাজের ক্ষেত্রে, উর্বশীকে এর আগে দেখা গিয়েছে ‘ডাকু মহারাজ’ সিনেমায়। যা 🎶সাফল্য পায় বক্স অফিসে। অভিনেত্রী সম্প্রতি ‘ঘুসপাইথিয়া’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবিটি বিখ্যাত তামিল ছবি ‘থিরুত্তা পায়ালে ২’-এর রিমেক।
তার অন্যান্য আসন্ন প্রকল্পগুলির মধ্ꦍযে রয়েছে ‘ব্ল্যাক রোজ’, একটি তেলুগু ছবি যেখানে তিনি নায়িকা হিসেবে অভিষেক করতে চলেছেন। এবং ‘রেনাটা ফন্টে’ নামে একটি হলিউড ছবি, যেখানে উর্বশীকে মিশেল মরোনের সঙ্গে দেখা যাবে।