দক্ষিণী অভিনেত্রী হলেও ‘সিংঘম’ সিনেমায় অভিনয় ✨করার সুবাদে তিনি আজ বলিউডেরও একজন জনপ্রিয় মুখ। তিনি হলেন কাজল আগরওয়াল। খুব সম্প্রতি ‘সিকন্দর’ ছবিতে অভিনয় করেছেন তিনি, যদিও ছবিটি বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। এবার ‘রামায়ণ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজলকে।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করꦺবেন রণবীর কাপুর, সীতা চরিত্রে অভিনয় করবে সাঁই পল্লবী, রাবণের চরিত্রে থাকবেন যশ, লক্ষণের ভূমিকায় রবি দুবে, কৌশল্যার ভূমিকায় লারা দত্ত এবং হনুমানের ভূমি🍸কায় থাকবেন সানি দেওল। এবার এই সিনেমায় যোগ দিলেন আরও এক দক্ষিনী অভিনেত্রী।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই✤ তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: বলিউডের সব থেকে ব্যয়বহুল অপ্রক🍨াশিত ছবি, যার বাজেট🌊 বাহুবলী, পুষ্পা-র থেকেও বেশি
জানা গিয়েছে, দক্ষিণী অভিনেতা যশের বিপরীতে অভিনয় করবেন কাজল, অর্থাৎ রাবণের স্ত্রী মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। প্রথমে সাক্ষী তনওয়ারকে রাবণের স্ত্রীর ভূমিকায় বেছে🐲 নেওয়া হয়েছিল কিন্তু মন্দোদরীর চরিত্রটি যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ তাই একজন পরিণত ⭕এবং নামী অভিনেত্রীর প্রয়োজন ছিল এই চরিত্রে অভিনয় করার জন্য। সবদিক বিচার করে অবশেষে কাজলকেই বেছে নেওয়া হয়েছে রাবণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য।
প্রোডাকশন টিমের একজন সদস্য জানিয়েছেন, কাজলের অভিনয় ভীষণ পছন্দ হয়েছে সকলের। রামায়ণের এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার যে দৃঢ়তা প্রয়োজন ছিল, তা কাজলের মধ্যে আছে বলেই মনে💮 করেছেন পরিচালক। শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেই আগামী বছরের দীপাবলীর মধ্যেই সিনেমাটি মুক্তি পাবে।
আরও পড়ুন: কাজ সামলেও বাꦐড়ির দিকে কড়া নজর ক্যা☂টের, জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহ𓃲কর্মীদের ন🤡ীরবতায় সোচ্চার প্রীতি, বললেন, 'সবার মতামত...'
প্রসঙ্গত, রামায়ণে যেমন সীতার চরিত্র গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মন্দোদরীর চরিত্রটিও একই রকম গুরুত্বপূর্ণ। রামায়ণ অনুযায়ী, রাবণ য♒খন মাতা সীতাকে পঞ্চবটি বন থেকে তুলে আনেন তখন তাঁকে বারবার সাবধান করেছিলেন মন্দোদরী। স্ত্রীর কথা শুনলে হয়তো রাম রাবণের মধ্যে ঘটা মহা যুদ্ধের প্রয়োজন হতো না।
মায়াসুর এবং অপ্সরা হেমার কন্যা মন্দোদরী প্রতিমুহূর্তে স্বামীকে বুঝিয়েছিলেন রামের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হতে। একজন ন্যায়পরায়ণ এবং জ্ঞানী নারী ছিলেন রাবণের স্ত্রী, যার গুরুত🐟্ব রামায়ণে অস্বীকার করা যাಞয় না।
উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমাটি দুটি ভাগে মুক্তি পাবে। প্রথমটি ২০২৬ সালের দীপাবলীর সময় এবং দ্বিতীয় ভাগ ২০২৭ সালে মুক্তি পাবে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজি🧸ত এই সিনেমায় ভিএফএক্স সংস্থা ডিএনইজি নিয়ে আসছে বড় চমক।