চলতি মাসের ৩০ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'যখের ধন' ফ্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'সোনার কেল্লায় যকের ধন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তীকে। ছবিতে তাঁদের অভিনীত চরিত্ররা এবার পরশপাথরের সন্ধান করছে। সেই 'পরশপাথর' যার পরশে সবই হয় সোন🉐া। কিন্তু সে তো গল্প কথা। বাস্তব জীবনে সন্তানই পরশপাথর এমনই মত পরমব্রত-কোয়েল-গৌরবদের।
শুক্রবার ছিল ছবির প্রিমিয়ার। সেখানেই পরশপাথরের প্রসঙ্গ উঠতে পরম বলে ওঠেন, 'একজনের দুবার পরশপাথর হয়ে গিয়েছে (কোয়েলকে ইঙ্গিত করেন), একজনের একবার পরশপাথর হয়েছে💫 (গৌরবকে ইঙ্গিত করেন), আর আমি এর পরবর্তী।'
আর তারপরই কথা সূত্রে কোয়েল জানান পরম থেকে গৌরব, তাঁদের নাকি কোয়েল সন্তান প্রসঙ্গে নানা টিপস দিয়ে থাকেন। পরম বলেন, 'কোয়েল অনেক কিছু বলে থাকে।' কোয়েলও তাতে সায় দিয়ে বলেন, 'হ্যাঁ আমি অনেক কিছু বলে থাকি। আমাদের ছবির শ্যুটিং𓄧য়ে যখন আউটডোর হয়েছিল, তখন সদ্য সদ্য গৌরব বাবা হয়েছিল। তখন থেকে ওঁকে আমি অনেক কিছু বলা শুরু করে দিয়েছিলাম। আর যখন জানতে পারলাম পরমব্রত বাবা হতে চলেছেন, তখন ওঁকে বলা শুরু করে দিয়েছিলাম তুমি ভেবে রেখেছো প্রি-স্কুলটা? সে এখনও জন্মায়নি তাঁর আগে থেকেই আমরা ওর স্কুল নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি।'
কোয়♚েল এই সুন্দর সময়ের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, 'আমার মনে হয় এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা। মা-বাবা হলে তখনই এই অভিজ্ঞতাটা বোঝা যায়। আসলে কথায় কিছু বোঝা যায় না। অনেকে অনেক কথা আগে থেকে বলে, ꦗকিন্তু যখন প্রথম কেউ সন্তানকে কোলে নেয়, তখনই বোধ হয় তাঁর প্রথম সেই অনুভূতিটা আসে।'
কোয়েলের কথার সূত্র ধরেই পরম বলেন, 'আমি তো বলব আমাদের চিফ প্যারেন্টিং অ্যাডভাইজারি কমিটির দু'জন সদস্য রয়েছে। একজন হচ্ছে শুভশ্রী (শুভশ্রী গঙ্গোপাধ্যায়), আর একজন হচ্ছেন কোয়েল (কোয়েল মল্ল💜িক)। আর একজন হচ্ছে গৌরব আর ঋদ্ধিমা ಞ(ঋদ্ধিমা ঘোষ)।' পরম জানান তিনি নাকি গৌরবদের থেকে প্যারেন্টিং টিপসও পান। পরমের কথায় 'গৌরব আর ঋদ্ধিমা আমাদের ভীষণ ভাবে সাহায্য করছে। যদিও ও আমার থেকে বয়সে ছোটো', পরমের মুখের কথা শেষ না করতে দিয়েই গৌরব বলেন, 'যদিও এই ব্যাপারটাই একটু সিনিয়র হয়ে গিয়েছি।'
তারপরই গৌরব 💛বলেন, 'একটু আগেই কোয়েলদিকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আসলে কোয়েল🦩দির থেকে এত রকম ভাবে আমরা সাহায্য পেয়েছি। এটা তো সত্যি সৌভাগ্য। আর এখন এই দায়িত্বটা আমাদের উপরও এসেছে, পড়ে যাঁরা মা-বাবা হচ্ছেন তাঁদের একটু সাহায্য করার।' তারপরই একসঙ্গে হেসে ওঠেন তাঁরা।
কিন্তু সোনার কেল্লায় যখের ধন দেখতে সন্তানদের নিয়ে হাজির হবে কি তাঁরা প্রশ্নে গৌরব বলেন, 'আমার ছেলে এতই ছোটো যে বোধ হয় খুব একটা বুঝতে পারবে না।' অন্যদিকে, কোয়েল বলেন, 'আমার ছেলেও এখন অনেকটাই ছোটো। পাঁচ বছর বয়সে একটা গোটা ছবি দেখানো ওঁদের চোখের স্বাস্থ্যের পক্ষে ঠিক না। সাত আট বছর বয়স হলে এই অসুবিধা হত না। তবে ও (কোয়েল-পুত্র কবীর) কিছু ছোটো ছোটো অংশ দেখেছে ছবির। আর এখানে আসার আগে ও স্কুল থেকে সবে মাত্র ফেরে সে, আমি বের হচ্ছি দেখে, আমাকে জিজ্ঞাসা করছে, মা তুমি শ্যুটিংয়ে যাচ্ছো? আমিও তোমার সঙ্গে শ্যুটিংয়ে যাব। আমি বললাম ওকে আমি শ্যুটিংয়ে যাচ্ছি না। তবে যাই হোক ট্রেলারের কিছু ঝলক দেখেছে ও কিন্তু বেশ উপভোগ করছে। উটের পিঠে চড়ার বিষয়টা দেখে ও খুব উৎসাহিত হয়ে পড়েছে। ও ভাবছিল য🍎ে ও কেন ছিল না, তাহলে আমি ওকে নিয়ে চড়তে পারতাম।