JD Vance Visit: সন্তানদের পরনে খাঁটি ভারতীয় পোশাক, সপরিবারে আগ্রায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স Updated: 23 Apr 2025, 01:22 PM IST Laxmishree Banerjee JD Vance Visit: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জয়পুর থেকে আগ্রায় পৌঁছেছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী তাঁকে স্বাগত জানিয়েছেন, বিকেলে পিঙ্ক সিটিতে ফিরে আসবেন বলে জানা গিয়েছে।