WB Police Ratio Update: লাখ মানুষ পিছু পুলিশের অনুপাতে তলানিতে বিহার, বাংলার ওপরে ঝাড়খণ্ড-ওড়িশা Updated: 17 Feb 2025, 03:25 PM IST Abhijit Chowdhury জনসংখ্যার অনুপাতে পুলিশের হারের নিরিখে ভারতের মধ্যে শীর্ষ স্থানে আছে উত্তরপূর্ব ভারতের একটি রাজ্য। এদিকে সেই তালিকায় তলানিতে আছে বাংলার প্রতিবেশী বিহার। অপর দুই প্রতিবেশী ঝাড়খণ্ড এবং ওড়িশার অবস্থা আবার বাংলার থেকে ভালো।