জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। আর এই ঘটনায় গোটা বিশ্ব জুড়েই আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করছে সব দেশই। এই ঘটনার পর পাকিস্তানকে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকারও। আর পহেলগাঁও-এ হামলার জেরে আই লিগ-টু চ্যাম্পিয়ন হওয়ার উৎসব স্থগিত করে দিল ডায়মন্ড হারবার এফসিও।
পহেলগাঁও-এ জঙ্গি হামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্যই বিজয় উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশে থাকতে এখন কোনও রকম উৎসব করতে রাজি নন ক্লাব কর্তারা।
আরও পড়ুন: চিন্নাস্বামীতে ২৬তম হাফসেঞ্চুরি, বিশ্ব রেকর্ড করলেন কোহলি, সঙ্গে ভাঙলেন গেইলের নজিরও
প্রসঙ্গত, এই মরশুমে আই লিগ-টু চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর আই লিগ খেলার ছাড়পত্র পেয়েছে করেছে ডায়মন্ড হারবার এফসি। আর আই লিগ চ্যাম্পিয়ন হতে পারলে, আইএসএল-এ খেলার ছাড়পত্র মিলবে। যাইহোক আগামী রবিবার অর্থাৎ ২৭ এপ্রিল বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল ক্লাবের তরফ থেকে। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর এই উৎসব স্থগিত করা হয়েছে। বিবৃতি দিয়ে বিজয় উৎসব স্থগিত রাখার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ‘খোলাখুলি মেনে নেওয়া, পাকিস্তান এটা করিয়েছে’, এবার নিজের দেশের বিরুদ্ধে সরব প্রাক্তন ক্রিকেটার
আসলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব এটি। যে কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এই সিদ্ধান্তটি নিয়েছেন। ক্লাবের তরফে জানানো হয়েছে, ‘পহেলগাঁও-এ দুঃখজনক ঘটনার পর মৃতদের প্রতি শ্রদ্ধার নিদর্শন তুলে ধরতে আমাদের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ভিকট্রি মার্চ স্থগিত রাখা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের ও তাঁদের পরিবারের পাশে থেকে সংহতি প্রকাশ করছি।’
যদিও এখনও আই লিগ-টু-র একটি ম্যাচ বাকি রয়েছে ডায়মন্ড হারবার এফসি-র। তাই এখনও ট্রফি পায়নি তারা। শনিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে ডায়মন্ড হারবার। ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে। আর শেষ ম্যাচের পরেই ট্রফি তুলে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের হাতে।
আরও পড়ুন: হয়তো পরের বছর IPL-এ খেলতে দেখব না ওকে… RR-এর ১৪ বছরের বৈভবকে নিয়ে কেন এই কথা বললেন সেহওয়াগ?
২০২২ সালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেছিলেন অভিষেক। তিন বছরের মধ্যে তারা আই লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিল। গত বছর আই লিগ-থ্রি জিতে আই লিগ-টু-র যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার। আর ঠিক পরের মরশুমেই তারা আই লিগের যোগ্যতা অর্জন করে নেয়। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের অন্যতম শক্তিশালী দল এখন ডায়মন্ড হারবার। জাতীয় স্তরে আর এক ধাপ এগোতে পারলেই বাংলার চতুর্থ দল হিসেবে আইএসএল খেলার ছাড়পত্র পাবে ডায়মন্ড হারবার এফসি।