ওটা কি বৈধ ক্যাচ ছিল? রিয়ান পরাগ ক্যাচ নেওয়ার সময় বলটা কি মাটিতে ঠেকে গিয়েছিল? ওমের ইউসুফ কি আউট ছিলেন না? এমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ইনিংসের ২৮ তম ওভারের প্রথম বলের পর থেকেই সেই তিনটি প্রশ্ন উঠছে। পাকিস্তানি নেটিজেনদের দাবি, বলটা মাটিতে ঠেকে গিয়েছিল। সেজন্য খোদ রিয়ান পরাগও উচ্ছ্বাস প্রকাশ করেননি। অথচ তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিলেন। কেউ-কেউ তো ভারত-বাংলাদেশের একদিনের সিরিজে আম্পায়ারের বিরুদ্ধে হরমনপ্রীত কৌর ক্ষোভ উগরে দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। আবার অন্যদিকে ভারতীয় নেটিজেনরা দাবি করেছেন যে বলটা মাটিতে ঠেকেনি। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্যামেরন গ্রিন যে ক্যাচ ধরেছিলেন, সেই বিতর্কিত ক্যাচের ছবি পোস্ট করে তাঁরা দাবি করেছেন, ওই ক্যাচের থেকে তো ইউসুফের আউটের ক্ষেত্রে বলটা অনেক ভালো জায়গায় ছিল।
(India A vs Pakistan A Emerging Asia Cup 2023 Final Live Updates: এমার্জিং এশিয়া কাপে ভারত এবং পকিস্তান ম্যাচের লাইভ আপডেট দেখুন)
ঘটনাটি ঠিক কী ঘটেছিল? রবিবার এমার্জিং এশিয়া কাপের ফাইনালে প্রথমে বোলিং করতে নামার পর ২৮ তম ওভারে রিয়ানের হাতে তুলে দেন ভারতীয় 'এ' দলের অধিনায়ক যশ ধুল। প্রথম বলেই 'কট অ্যান্ড বোল্ড'-র সুযোগ পান রিয়ান। নিজের ডানদিকে ঝাঁপিয়ে পুরো ডাইভ দিয়ে বলটা ধরে নেন। ক্যাচটা বৈধ কিনা, তা জানতে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান অনফিল্ড আম্পায়ার।
আরও পড়ুন: Harmanpeet after IND vs BAN ODI: বাংলাদেশে জঘন্য আম্পায়ারিং, ভারতীয় হাইকমিশনারকে সম্মান দেওয়া হল না, ক্ষোভ হরমনের
তবে সেইসময় কোনওরকম উচ্ছ্বাস প্রকাশ করেননি রিয়ান। অনেকে ভেবেছিলেন যে সম্ভবত বলটা মাটিতে ঠেকে গিয়েছে বলে ভারতের তরুণ কোনওরকম উচ্ছ্বাস প্রকাশ করেননি। রিপ্লেতে দেখা যায়, বলটা যত রিয়ানের দিকে এগিয়ে আসছিল, তত নীচু হয়ে যাচ্ছিল। রিয়ান যে দু'হাত দিয়ে বলটা ধরতে পেরেছেন, তা যথেষ্ট প্রশংসনীয় ছিল। তবে বলটা মাটিতে ঠেকে গিয়েছিল কিনা, তা নিয়ে পুরোপুরি ধন্দ কাটেনি। তৃতীয় আম্পায়ার অবশ্য জানিয়ে দেন, বলটা বৈধভাবে তালুবন্দি করেছেন রিয়ান। আউট দিয়ে দেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।