কাঞ্চন তো আমার সব লুকেই ফিদা হয়ে যায়, নাহলে কি আর প্রেমে পড়ত: শ্রীময়ী
Updated: 30 Apr 2025, 08:13 PM IST Sayani Rana স্টার জলসায় আসছে নতুন মেগা 'বুলেট সরোজিনী'। মঙ্গলবার মেগার কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নির্মাতারা। এই ধারাবাহিকে দাপুটে চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। মেগায় তাঁর চরিত্রের নাম ‘রাগিনী চট্টোপাধ্যায়’। 'রাগিনী' পেশায় একজন সেতার শিল্পী। মেগায় তাঁর চরিত্র প্রসঙ্গে নানা কথা ভাগ করে নিলেন শ্রীময়ী। পাশাপাশি ধারাবাহিকে তাঁর লুক দেখে বর কাঞ্চন মল্লিক কী বলেছেন সেই কথাও ভাগ করে নেন নায়িকা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।