কয়েক সেকেন্ডে স্ক্রিপ্ট লিখে ফেলা থেকে ছবিকে কার্টুনে পরিবর্তন করে ফেলা, এইসবইꦬ এক মুহূর্তে করা যায় AI প্রযুক্তির মাধ্যমে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অতিরিক্ত নাক গলানোয় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকল মহলের মানুষকে। AI যুগে যারা সব থেকে বেশি সংকটে রয়েছেন তাঁরা হলেন শিল্পী এবং সাহিত্য সমাজের মান🥂ুষেরা।
আঁকা, গান-বাজনা, লেখালেখি সর্বত্র থাবা বসাতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই এই AI নিযꦛ়েই অবশেষে মুখ খুললেন সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী অস্কার বিজয়ী এ আর রহমান। সঙ্গীত জগতে এআইয়ের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
সম্প্রতি সংবাদসংস্থা PTI - এর সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রহমান বলেন,ℱ ‘আমার মনে হয় আস্তে আস্তে অক্সিজেনে বিষ মিশে যাচ্ছে। কেউ আটকাতে পারছে না। জানি না কি ঘটছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিয়ন্ত্রণ না এলে ভীষণ বিশৃংখলার সৃষ্টি হবে, বহু মানুষ কাজ হারাবে।’
আরও পড়ুন: 'এ এক...',♏ ইরফানের সঙ্গে তুলনা টানায় কী বললেন জয়দ🙈ীপ?
আরও পড়ুন: রণবীরকে 'গসিপ�🌳� কিং' বলায় রেগে কাঁই আলিয়া! আচমকাই পুরোনো ভিডিয়ো
অস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী বলেন, ‘প্রত্যেকটি জিনিসের ভালো খারাপ দুই দিক রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো দিক ব্যবহার করুন, তাকে খারাপ কাজে 😼লাগাবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার কিন্তু আপনারই ক্ষতি করে দেবে। এটা মাথায় রাখতে হবে।’
প্রসঙ্গত, লাল সেলামের একটি গানের জন্য দুই প্রয়াত গায়কের কন্ঠ পুনঃ নির্মাণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছ⛄িলেন রহমান, যার ফলে তিনি নিন্দার সম্মুখীন হয়েছিলেন। তবে গায়ক জানিযꦅ়েছিলেন, এটি করার জন্য তিনি গায়কের পরিবারদের অনুমতি নিয়েছিলেন এবং দুই পরিবারের সদস্যদের যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয়েছিল।
রহমানের বিরুদ্ধে সম্প্রতি সুর চরাতে দেখা গিয়েছিল অভিজিৎ ভট্টাচার্যকেও। রহমানের গানে অতিরিক্ত মাত্রায় প্রযুক্তি ব্যবহার করা হয়, যার ফলে বাদ্যশিল্পীরা কাজ হারাচ্ছেন, এমন মন্তব্য করেছিলেন অভিজিৎ। সাফাই গেয়ে রহমান বলেছিলেন, সম্প্রতি দুবাইয়ে ৬০ জন মহিলাকে নিয়ে একটি অর্কেস্ট্রা টিমের আয়োজন করা হয়েছিল, যাদের 🐻প্রত্যেক মাসে পারিশ্রমিক দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: 'এ তো বাবা-ℱমায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দꦦীপিকা?
আরও পড়ুন: ব্যবসায়ী আরিয়ান! পাౠনীয🐎়ের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ পুত্র, কবে?
রহমান আরও জানিয়েছিলেন, তিনি যখনই কোনও সিনেমায় কা🐽জ করেন, তখনই তাঁর সঙ্গে অন্ততপক্ষে ২০০ থেকে ৩০০ জন শিল্পী কাজ করেন, তবে তিনি অন্যদের মতো দেখনদারি করেন না। এটাই পার্থক্য।
উল্লেখ্য, আগামী ১ মে থেকে শুরু হতে চলেছে ‘দ্যা ওয়ান্ডারমেট ট্যুর’। কনসার্ট চলবে ৪ দিন। এছাড়া তেরে ইশক মꦫে, লাহোর ১৯৪৭, গান্ধী সিরিজ, মীনা কুমারির বায়োপিক সহ বেশ কয়েকটি সিনেমায় মিউজিক দেবেন রহমান। খুব স্বাভাবিকভাবেই তিনি এখন ভীষণ ব্যস্ত।