২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন🌟্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও সামান্থা কাউকে মন দিতে পারেননি এতদিন। মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন অভিনেত্রী। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারও প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী যেখানে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর কাঁধে꧟ মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না ♑যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টিღ ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: বলিউডের সব থেক🍨ে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট বাহুবলী, পুষ্পা-র থেকেও বেশি
সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল ২০১৫ সালে সালে। শ্যামলী দে- এর সঙ্গে সাত পাকে বাঁধ♏া পড়েছিলেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। শ্যামলী ইতিমধ্যেই সহকারি পরিচালক হিসেবে⭕ কাজ করেছেন ‘রং দে বসন্তী’, ‘ওমকারা’ সহ বেশ কিছু ছবিতে। চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।
রাজ এবং শ্যামলীর বিবাহ বিচ্ছেদের পরেই ‘সিটাডেল হানি বানি’ ছবিতে কাজ করার সময় রাজের সঙ্গে ঘনিষ্ঠতা🌳 তৈরি হয় সামান্থার। তবে ছবি প্রকাশ্যে আনলেও নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ কেউই। তাহলে কবে বিয়ে করবেন তাঁরা?
আরও পড়ুন: কাজ সামলেও বাড়ির দিকে কড়া নজর ক্যাটের, জন্♛মদিনে মজার অভিজ্ঞত💙া শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদের নীরবতায় সোচ্🧔চা♋র প্রীতি, বললেন, 'সবার মতামত...'
সম্প্রতি ঘনিষ্ঠ একটি সূত্র মারফত জানা গিয়েছে, সামান্থা এবং রাজ নাকি একসঙ্গে🃏 থাকার পরিকল্পনা করছেন। বিয়ে নয়, বরং এখন ল♊িভ ইন করবেন তাঁরা। একত্রে বসবাস করার জন্যই নাকি ইতিমধ্যেই বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এই জুটি।
প্রসঙ্গত, রাজ এবং সামান্থার ছবি প্রকাশ্যে আসার পরেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন ꦯশ্যামলী। প্রাক্তন স্বামী এবং তাঁর বরꦚ্তমান প্রেমিকাকে আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে একটি নোট লেখেন তিনি। তবে শ্যামলী ভালোবাসা জানালেও নাগার তরফ থেকে এখনও কোনও মন্তব্য শোনা যায়নি।