আগামী ১৭ মে কৌশানি মুখোপাধ্যায়ের জন্মদিন। এই বছর অভিনেত্রী ৩৩ বছরে পা দেবেন। বিশেষ দি𒀰নটি নিয়ে কী কী পরিকল্পনা তাঁর? কী জানালেন?
আরও পড়ুন: 'মোবাইল ট্যাব কী জানেই না' ইউভান-ইয়ালিনি! সন্🗹তানদের🌞 কীভাবে ব্যস্ত রাখেন শুভশ্রী?
কী ঘটেছে?
এদিন ড্যান্স বাংলা ড্যান্সের সেট থেকে টলি অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশানি মুখোপাধ্যা🍨য় জানালেন তাঁর এবারের জন্মদিনের পরিকল্পনা কী। অভিনেত্রীর কথায় তিনি নাকি তাঁর জন্মদিনটি দুর্গাপুজোর মতো করে উদযাপন করেন। কিন্তু কেন? তাঁর কথায়, 'আমার জন্মদিনটা দুর্গাপুজোর মতো। আজ অষ্টমী, কাল নবমী, পরশুদিন দশমী। ১৮ তে গিয়ে কাটবে রেশটা। তারপর আমি বাইরে চলে যাচ্ছি। প্ল্যান বলতে গেলে ভ্যাকেশন।' অর্থাৎ জন্মদিনটি এখানে কাটিয়েই তিনি বাইরে বেড়াতে যাচ্ছেন। যদিও কোথায় যাচ্ছেন বা সঙ্গে বনি বা অন্য কেউ যাচ্ছেন কিনা সেটা খোলসা করেননি কৌশানি মুখোপাধ্যায়।
কৌশানি এদিন আরও জানান, 'কাল পুজো দিয়ে দিন শুরু করব। তারপর একটা বিরাট লাঞ্চের আয়োজন থাকবে, যেটা আমি খেতে ভালোবাসি। তাই আমার বাবা নিজের হাতে পোল♏াও বানাবে। বনির মা আসবে। আমার জন্য খাবার বানাবে। চিংড়ি, মাটন....। যদিও আমি মাটন খাই না। ওটা বনির জন্য। আমি যদিও আলু ঝোল খাই। মিষ্টি দই, ফিশ ফ্রাই। কালকে আমি প্রচুর খাব। কালকে আমি কোনও ডায়েটে নেই। আজও আমি নেই। কাল রাত থেকে ডায়েট ভেঙে ফেলেছি। এখন ডায়েটের সঙ্গে দেখা হবে ছুটি কাটিয়ে আসার পর। ওই আর কি কাল খাব। তারপর রাতে একটা সারপ্রাইজ হয়তো থাকবে। আমি মোটামুটি এক মাস ধরে জন্মদিন সেলিব্রেট করি।'
আরও পড়ুন: ‘বাবু ভাই♔য়া’কে ছাড়াই আসবে💎 হেরা ফেরি ৩! অক্ষয়-সুনীলের ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, কেন?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কৌশানি মুখোপাধ্য🔯ায় সদ্যই একটি নতুন গাড়ি কিনেছেন। অভিনেত্রী কর্মজীবনেও এখন দারুণ ব্যস্ত। গত বছর বহুরূপী মুক্তি পাওয়ার পর তাঁর অভিনেত্রী সত্তার নতুন জন্ম হয়েছে যে সেটা বলাই যায়। চলতি বছরে মুক্তি পেয়েছে কিলবিল সোসাইটি। সেখানে তিনি পূর্ণার চরিত্রে নজর কেড়েছেন। আগামীতে তাঁকে উইন্ডোজ প্রোডাকশন হাউজের পুজোর ছবি রক্তবীজ ২ তে দেখা যাবে। সেখানে তিনি জুটি বাঁধবেন অঙ্কুশ হাজরার সঙ্গে। এছাড়া বর্তমানে তাঁকে এখন জি বাংলার পর্দায় ড্যান্স বাংলা ড্য🅠ান্সের বিচারক হিসেবে দেখা যাচ্ছে।