‘লাল সিং চাড্ডা’ ছবি ফ্লপ হওয়ার পর নিজেকে বড় পর্দা থেকে সরিয়ে রেখেছিলেন আমির খান। অবশেষে ৩ বছꦏর পর ‘সিতারে জামিন পর’ ছবির হাত ধরে বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। কিন্তু এখানেও ঘটে গেল বিপত্তি। ছবির ট্রেলার লঞ্চ হতেই অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে অভিনেতাকে একহাত নিলেন দর্শকরা।
নেট দুনিয়া🌄র অনেকেই দাবি করেন, অভিনেতা দেশের পরিস্থিতি নিয়ে এতদিন চুপ ছিলেন, তাহলে হঠাৎ ছবির প্রমোশনের জন্যই কি মুখ খুললেন তিনি? Hindu Lioness নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় যেখানে দেখা যায়, আমির খানের প্রোডাকশন হাউসের তরফ থেকে একদিন আগেই অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: শাহরুখ বা সল🐈মন নন, টানা ৮টি ২০ಞ০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই তারকা, কে বলুন তো?
আরও পড়ুন: বলিউডের ൲সব থেকে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট বাহুবলী, পুষ্পা-র থেকেও বেশি
কী পোস্ট করা হয়েছিল?
মঙ্গলবার আমির খান প্রোডাকশনস ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে যেখানে লেখা ছিল, 'অপারেশন সিঁদুরের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের স🍨শস্ত্র বাহিনীর সাহস এবং আমাদের জাতি নিরাপত্তার প্রতি অটল অঙ্গীকারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর নেতৃত্ব এবং সংকল্পের জন্য ধন্যবাদ, জয় হিন্দ।'
তবে শুধু বিবৃতি জারি করে ক্ষান্ত হননি আমির খান। নিজে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ না থাকার কারণে নিজের প্রযোজনা সংস্থার ডিসপ্লে পরিবর্তন করেন তিনি। দর্শকদের বয়কটের আহ্বানের মধ্যেই দেখাꦓ যায়, শুক্রবার আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানটির লোগো পরিবর্তন হয়ে গিয়েছে।
শুক্রব✃ার আমির খানের প্রযোজনা সংস্থার ডিসপ্লের ছবি পরিবর্তন করে ভারতের তিরঙ্গার ছবি রাখা হয়েছে। Facebook, X, Instagram সর্বত্র এই পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। বয়কট থেকে বাঁচার জন্য তড়িঘড়ি এই পরিবর্তন আনা হলেও ভক্তদের গোটা ব্যাপারটি খুবই মেকি লেগেছে। অনেকে এই ব্যাপারটিকে ‘ড্যামেজ কন্ট্রোল’ বলেও কটাক্ষ করেছেন।

তবে শুধুমাত্র আমিরকে নিয়ে যে কটাক্ষ হয়েছে তা নয়, অনেকেই আছেন যারা আমিরের পক্ষেও কথা বলেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আমির খানের প্রডাকশন হাউজের অ্যাকাউন্ট থেဣকে অপারেশন সিঁদুর সংঘটিত হওয়ার দিনেই একটি পোস্ট করা হয়েছিল, আপনারা কেন ওঁকে টার্গেট করছেন সেটাই বুঝতে পারছি না।’ অন্য একজন লিখেছেন, ‘এই অ্যাকাউন্ট থেকেই ভারতের সমর্থনে পোস্ট করা হয়েছিল।’
আরও পড়ুন: কাজ সামলেও বাড়ির দিকে কড়ꦇা𒊎 নজর ক্যাটের, জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদের ন🌠ীরবতায় সোচ্চার প্রীতি, বললেন, 'সবার মতামত.🤡..'
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই মাসের শুরুতে এবিপি আয়োজিত একটি অনুষ্ঠানেও আমিরের বক্তব্যে উঠে এসেছিল পহেলগাঁও হামলার কথা। গোটা ব্যাপারটিকে নিন্দনীয় বলে আখ্যা দিয়ে 🌼আমির খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ভরসা দেখান। প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই ভারতের জন্য সর্বোত্তম হবে বলে দাবি করেছিলেন আমির।