তাঁদের নিয়ে ব্যাপক প্রেমের�🗹� গুঞ্জন, তার মাঝেই বিজয় দেবেরকোন্ডার ৩৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন রশ্মিকা মন্দন্না। রশ্মিকা মন্দন্না তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয়ের একটি সুন্দর ছবিও পোস্ট করেছেন।
ছবিতে, বিজয় ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। জলপাই সবুজ রঙের পোশাক এবং বেইজ রঙের গরম পোশাক পরেছে। তাঁর কপালে ছিল লাল টিকা। ছবিটি শেয়ার করে রশ্♎মিকা লিখেছিলেন, ‘আমি আবারও অনেক দেরি করে ফেলেছি, কিন্তু শুভ জন্মদিন বিজু।’ পাশে সাদা হার্ট ও ফুলের ইমোজি।
নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিটি রি-পোস্ট করে বিজয় লিখেছেন, ‘আমি আশা করি তোমার দিনগুলিও 🐭আশীর🍸্বাদ, ভালোবাসা, আনন্দ, স্বাস্থ্য, সম্পদ, শান্তি এবং অন্য সবকিছুতে ভরে উঠুক। তোমার সমস্ত ইচ্ছাপূরণ হোক!’
রশ্মিকা এবং বিজয়ের সম্পর্ক
রশ্মিকা এবং বিজয় দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যাচ্𓆉ছিল। তবে তাঁরা এখনও কেউই প্রকাশ্যে এই জল্পনায় সিলমোহর দেয়নি। কিন্তু তাতে কী? তাঁদের মাঝে মাঝেই একসঙ্গে নানা জায়গায় দেখা যায়।
আরও পড়ুন: রণক্ষেত্রেই হয়েছিল ছবির শ্যুট🐬িং, ট্যাঙ্ক থেকে অস্ত্র সব ছিল আসল, বলুন তো এটা কোন ছবি?
গত মাসে, রশ্মিকার ২৯ বছরে পা দিলেন। তিনি ওমানের সমুদ্র সৈ♓কত ছুটি কাটানোর কিছু ছবিও শেয়ার করেন। আর তাঁর সেই ছবিগুলির প্রেক্ষাপটের সঙ্গে অদ্ভুত ভাবেই মিলে যায় বিজয়ের সমুদ্র সৈকতে উপভোগ করার ছবিগ꧋ুলির প্রেক্ষাপট। আর সেখান থেকে নেটিজেনরা অনুমান করে নেন যে রশ্মিকা এবং বিজয় ওমানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

কাজের সূত্রে, রশ্মি🃏কাকে শেষবার সলমন খানের সঙ্গে ‘সিকান্দর’ ছবিতে দেখা গিয়েছিল। পরবর্তীতে তাঁকে তেলেগু ছবি ‘কুবেরায়’ দেখা যাবে। যেখানে নাগার্জুন এবং ধনুশ থাকবেন মুখ্য ভূমিকায়। তার তেলেগু ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এও নায়িকাকে দেখা যাবে। তাছাড়াও ম্যাডক হরর 🥀ইউনিভার্সের অংশ হতে চলেছেন তিনি।
অন্যদিকে, বিজয়কে তেলেগু ভাষার স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’-এ দেখা যাবে। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবিতে ভ🗹াগ্যশ্রী বোর্সে এবং সত্যদেবও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং ৩০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। তাঁকে ‘ভিডি ১৪’-তেও দেখা যাবেꦐ।