বাংলার 'কিংবদন্তি' পরিচালকদের কথা উঠলেই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে যে নামটি উচ্চারিত হয় তিনি হলেন মৃণাল সেন। আজ সেই কিংবদন্তির আরও একটা জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ২০২৫-এর ১৪ মে তাঁর বয়স হত ১০২ বছর। এই মৃণাল সেনের হাত ধরে যে দুই খ্যাতনামা শিল্পীর অভিনয়ে হাতেখড়ি হয় তাঁদের একজন হলেন মিঠুুন চক্রবর্তী, অন্যজন মমতা শঙ্ক🧔র। আর 💧তাঁরা দুজনেই মৃণাল সেনের 'মৃগয়া' ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন।
মিঠুন চক্✤রবর্তী ও মমতা শঙ্কর, তাঁদের দুজনের ক♛থাতেই অসংখ্যবার উঠে এসেছে মৃণাল সেনের কথা। যখনই তাঁরা পরিচালককে নিয়ে কথা বলেছেন আবেগতাড়িত হয়ে পড়েছেন।
২০২৩ সালে 'পালান' ছবি নিয়ে কথা বলার সময় Hindustan Times Bangla-কে মমতা শঙ্কর জানিয়েছিলেন কিংবদন্তি মৃণাল সেনের হাত ধরে তাঁর ডেবিউ-এর কথা। তিনি বলেন, ‘মৃগয়া না হলে হয়ত আপনারা আমায় অভিনেত্রী হিসাবে ডাকতেন না। মৃণালদা মাকে (অমলাশঙ্কর) সবসময় বলতেন, কেন আপনার মেয়ে অভিনয় করছে না? মা বলেছিলেন, ও স্কুলটা শেষ করুক, পড়শোনাটা শেষ করে না হয় করবে। মৃণালদা আমায় বলেছিলেন, তুমি কখনও অভিনয় করতে চাইলে আমায় প্রথম খবর দেবে। আমিও ওঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর মাও মৃণালদাকে বলেছিলেন, ও ছবি করলে আপনার ছবিতেই প্রথম কাজ 🌸করবে। তখন আমার কত বয়স হবে ১৯ বছর…।’