ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থানের আয়োজন করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেই কর্মসূচিতে তৃণমূলের তরফ থেকে যোগ দিয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানেই ভাষণ দেওয়ার সময় নাকি তৃণমূল সাংসদ বলে ফেলেছিলেন, ভারতে ২০০ কোটি মুসলিম আছে। আর তা নিয়ে বিজেপির তরফ থেকে কটাক্ষ শুরু করল বিজেপি নেতৃত্ব। (আরও পড়ুন: ‘গুজব’ ছড়াতেই হিংসায় পুড়ল নাগপুর, জখম ২৫ পুলিশ, আটক ২০; কী কারণে ঝামেলা?)
আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ তুলসির, ঘুম উড়ল ইউনুসের, ঢাকা বলল...
গতকাল ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে বলতে গিয়ে মহুলা বলেছিলেন, 'আমাদের কলকাতায় যে কালীঘাট মন্দির আছে, সেখানের কমিটিতে কী আমরা কোনও মুসলিমকে রাখব? না, রাখব না। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটিতে আপনারা বলবেন কোনও মুসলিমকে অন্তর্ভুক্ত করতে? কখনও এটা ওরা মানবে? তাহলে এই ওয়াকফে কেন অ-মুসলিমরা যাবেন। আমি বুঝতে পারছি না এটা। আমাদের দেশে ২০০ কোটিরও বেশি (সম্ভবত ২০ কোটির বেশি বলতে চেয়েছিলেন) মুসলিম আছেন। ইন্দোনেশিয়ার পরই সর্বোচ্চ মুসলিম আমাদের দেশে...' মহুয়া আরও বলেন, 'ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করা শুধুমাত্র মুসলিমদের দায়িত্ব নয়, দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কর্তব্য এটা।' (আরও পড়ুন: পডকাস্টে পাকিস্তানের আসল রূপ তুলে ধরেন মোদী, শুনেই 'ন্যাকা কান্না' ইসলামাবাদের)
আরও পড়ুন: ভারতীয় মুসলিমদের বাংলাদেশে নিতে চায় 'তৌহিদি জনতা', হুঁশিয়ারি লং মার্চের